নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি সামনে এসেছে বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা। সেই তালিকা সামনে আসা মাত্রই হইচই পরে গিয়েছে সর্বত্র। গত বেশ কিছুমাস ধরে যেই ধারাবাহিক সেরার সেরার মুকুট জিতে নিয়েছিল। সেই ধারাবাহিক এক ধাক্কায় নেমে এলো অনেকটা নিচে।
আরও পড়ুনঃ র্যাডারে বলিউড তারকারা, টাইগার শ্রফ, সানি লিওনি সহ নাম জড়াল আরও ১৪ জনের
কিন্তু হঠাৎ করে কেন এতটা নম্বর কমে গেল সকলের পছন্দের ধারাবাহিকের? এই বিষয়ে কি প্রতিক্রিয়া অভিনেত্রীর? সম্প্রতি এক প্রথম সারির নিউজ চ্যানেলের তরফ থেকে যোগাযোগ করা হয় ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের মুখ্য চরিত্র অঙ্কিতা মল্লিকের সাথে।
সেই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান “যখন আমরা এক নম্বরে ছিলাম তখনও যে খুব উৎফুল্ল হয়েছিলাম তেমনটা নয়। আর যদি ভাল করে নম্বরগুলি লক্ষ করেন তা হলে দেখবেন যে সিরিয়াল প্রথমে আছে, আর যে দ্বিতীয়তে আছে তাদের মধ্যে নম্বরের ফারাক খুব একটা নয়। এত কম পার্থক্য যা আলোচনা করার মতো নয়। এ ছাড়া মানুষের ভালবাসা পাচ্ছি এটাই বড় ব্যাপার। কত নম্বরে আছি সেটা আমায় একদমই ভাবায় না।”
প্রথম স্থান থেকে সোজা চতুর্থ স্থানে! নেপথ্যে কারন কী?
‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের বয়েস হয়েগিয়েছে প্রায় ১ বছর। এই সিরিয়ালের মাধ্যমেই অঙ্কিতা মল্লিকের অভিনয় কেরিয়ারের শুরু হয়। প্রথম সিরিয়াল থেকেই দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। সম্প্রতি মহালয়াতেও তাকে মহিষাসুর মর্দিনীর ভুমিকায় দেখা যাবে।