মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, নিমেষে পুড়ে গেল ২৩টি বোট
terrible fire at the fishing port

নজরবন্দি ব্যুরো: বিশাখাপত্তনমের একটি মৎস্য বন্দরে ভয়াবহ আগুন। নিমেষে পুড়ে গেল ২৩টি বোট। দমকল সূত্রে জানা গিয়েছে, ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের খবর নেই। আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেওয়া হয়। দমকল কর্মীদের অনুমান, বোটের মধ্যে সিলিন্ডার ফেটেই এই আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রের খবর, ঘটনায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ ফের বৃষ্টির ভ্রুকুটি নাকি উত্তুরে হাওয়ার হাত ধরে ফিরবে শীতের আমেজ, রইল আপডেট

আগুন লাগার সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। দমকলকর্মীদের অনুমান, নৌকার সিলিন্ডার ফেটে যাওয়ার কারণে বন্দরে আগুন লেগেছে। আগুন ছড়িয়ে যাওয়ায় বন্দরে উপস্থিত অন্তত ২৫টি নৌকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল সূত্রে খবর, নৌবাহিনীর একটি জাহাজও ঘটনাস্থলে পৌঁছয়। আগুন যেন ছড়িয়ে না পড়ে সে কারণে মূল যে নৌকায় আগুন লেগেছিল তা বন্দর থেকে কিছুটা দূরে নিয়ে যাওয়া হয়েছিল।

Visakhapatnam: মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, নিমেষে পুড়ে গেল ২৩টি বোট

কিন্তু হাওয়ার স্রোতের কারণে বাকি নৌকাগুলিতেও আগুন ছড়িয়ে যায়। পুলিশ সূত্রে খবর, প্রতিটি নৌকার দাম প্রায় ১৫ লক্ষ টাকার কাছাকাছি। বিশাখাপত্তনম পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রবিবার রাতে সাড়ে ১১টা নাগাদ বন্দরে দাঁড়িয়ে থাকা একটি নৌকায় বিস্ফোরণের শব্দ হয়।

মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, নিমেষে পুড়ে গেল ২৩টি বোট

Visakhapatnam: মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, নিমেষে পুড়ে গেল ২৩টি বোট

সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন। পর পর নৌকাগুলিকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে দমকল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। প্রথমেই সরিয়ে দেওয়া হয় নৌকার আশেপাশে থাকা মৎস্যজীবীদের।

Visakhapatnam: মৎস্য বন্দরে ভয়াবহ আগুন, নিমেষে পুড়ে গেল ২৩টি বোট