নজরবন্দি ব্যুরো: গত সপ্তাহের শেষ দিকে আকাশের মুখ ভার ছিল। রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছিল। ঘূর্ণিঝড়ের জেরে ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছিল আবহাওয়া দফতর। তবে ক্রমেই বিপদ বাংলাদেশের দিকে সরে যাওয়ায় আবহাওয়া বদলায়। বঙ্গবাসীর মনে এখন প্রশ্ন, শীত কবে আসবে? এই সপ্তাহে কি ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট।
আরও পড়ুন: নতুন সপ্তাহেই বাংলায় জাঁকিয়ে শীত? ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই আবহাওয়া বদল!
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অঘ্রাণের শুরুতেই ফের রাজ্যে বৃষ্টির ভ্রুকুটি। আজ ও আগামিকাল অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাত হতে পারে। গতকাল পর্যন্ত আবহাওয়া শুষ্ক ছিল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। তবে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমতে পারে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, চলতি সপ্তাহেই ফের শিরশিরানি ঠাণ্ডার আমেজ ফিরবে। উত্তুরে হাওয়ায় বাড়বে শীত। আগামী তিনদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সপ্তাহের শেষভাগে তাপমাত্রা ফের বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকবে। তাই দিনের বেলায় ঘামের অস্বস্তি বজায় থাকবে। দুদিন দখিনা বাতাসের প্রভাব থাকবে। উপকূল ও সংলগ্ন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
দুর্গা পুজো, কালী পুজোয় ‘ভিলেন’ বৃষ্টি ছিল না। এবার এসেছে জগদ্ধাত্রী পুজো। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জগদ্ধাত্রী পুজোর অষ্টমী ও নবমী অর্থাৎ ২০ ও ২১ নভেম্বর দক্ষিণবঙ্গের চার পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
ফের বৃষ্টির ভ্রুকুটি নাকি উত্তুরে হাওয়ার হাত ধরে ফিরবে শীতের আমেজ, রইল আপডেট
