নজরবন্দি ব্যুরোঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ জিতে ২-০ ব্যবধানে নিয়েছে ভারত। মঙ্গলবার, সিরিজের তৃতীয় তথা নিয়মরক্ষার শেষ ম্যাচ। শেষ ম্যাচের জন্য রবিবার ইন্দোরে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। আর আজ ভোরে উজ্জয়নীর মহাকালেশ্বর মন্দিরে জ্যোতির্লিঙ্গ দর্শনে পৌঁছে গিয়েছিলেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দররা।
আরও পড়ুনঃ নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা ৭০ বছরেও হয়নি! কিন্তু কেন
আদুল গায়ে, গেরুয়া বসনে পরম ভক্তিভরে মন্দিরে পুজো দিলেন তাঁরা। আরতির পর নতমস্তকে জ্যোতির্লিঙ্গে প্রণাম করতে দেখা গিয়েছে তাঁদের। শিব শক্তির দরবারে এক বিশেষ প্রার্থনা নিয়ে গিয়েছিলেন সূর্যকুমাররা। কী সেই প্রাথনা? সূর্যকুমার জানান, “ঋষভের দ্রুত আরোগ্য কামনার জন্যই আমরা পুজো দিতে এসেছিলাম।

ওর দ্রুত দলে ফেরা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।” ম্যাচ সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, “আমরা ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছি। তবে আমাদের লক্ষ্য হল ৩-০ ব্যবধানে একদিনের সিরিজে জয়। সেই টার্গেট নিয়েই আমরা মাঠে নামব।” উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি ধাক্কা মারে হাইয়ের ডিভাইডারে।
সতীর্থের জন্য প্রার্থনা, পন্থের জন্য মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন সূর্যকুমাররা
কোনওক্রমে প্রাণ বাঁচেন ঋষভ। প্রথমে দেরাদুনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁকে উড়িয়ে আনা হয় মুম্বইয়ে। বর্তমানে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি তিনি। দিন কয়েক আগেই লিগামেন্টে টানা তিন ঘণ্টার অস্ত্রোপচার হয় তাঁর। তারপর প্রথমবার সাপোর্টে ভর করে বিছানা ছেড়ে উঠেও দাঁড়িয়েছিলেন ২৫ বছরের তারকা। এরপর ১৬ জানুয়ায়রি নিজের সুস্থতার কথা টুইটারে জানিয়েছিলেন এই তারকা।