সৎ ছেলের জন্মদিনে আবেগপ্রবণ সুদিপা,
Sudipa got emotional on her stepson's birthday

নজরবন্দি ব্যুরোঃ সুদীপা চট্টোপাধ্যায়ে বহু জনপ্রিয় রান্না ঘরের সঞ্চালনার দায়িত্বভারে ছিলেন। সম্প্রতি সেই শো শেষ হয়েছে। এই মুহূর্তে নিজের সংসার এবং ব্যাবসা নিয়েই ব্যাস্ত রয়েছেন তিনি। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বহুদিনের সংসার। যদিও তিনি তার দ্বিতীয় স্বামী। সুদিপার একটি সৎ ছেলেও রয়েছে। সম্প্রতি তার সেই ছেলের জন্মদিন গেল। জন্মদিনে তাঁকে নিয়েই আবেগঘন হয়ে পড়লেন সুদিপা।

আরও পড়ুনঃ রাহুলদার সঙ্গে কাজ করবনা! ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’র কাজ করতে গিয়ে হেনস্থার সম্মুখীন শোলাঙ্কি!

স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে তার যথেষ্ট সুখের সংসার। তবুও দ্বিতীয় বিয়ে হওয়ায় তাঁকে নেটিজেনদের বহু কটাক্ষের স্বীকার হতে হয়েছে। এমনকি তার ও তার স্বামীর বয়েসের ফারাক নিয়েও অনেকে কটু কথা বলেছে। তবে এর আগে সুদিপাকে কখনও তার সৎ সন্তান সম্পর্কে মুখ খুলতে না বিশেষ কিছু বলতে দেখা যায়নি। তবে এবার সৎ ছেলে নিয়ে আবেগঘন পোস্ট তাঁরই জন্মদিন ঘিরে।

TOLLYWOOD: সৎ ছেলের জন্মদিনে আবেগপ্রবণ সুদিপা, "আমি কখনও তোমার মা হয়ে উঠতে পারিনি"

সুদিপা জানায় আকাশের সাথে অত্থাত তার সৎ ছেলের সাথে তার দেখা হয়েছে যখন সে স্কুলে পরে। জন্মদিনে অতীত ঘেঁটে সেই পুরনো দিনের কথা রোমাঞ্চ করেন সুদিপা। তিনি তার সামাজিক মাধ্যমে দুটি ছবি শেয়ার করেন একটিতে তার সেই স্কুল জীবনের ছবি অন্যটিতে তার এখনকার ছবি।

সৎ ছেলের জন্মদিনে আবেগপ্রবণ সুদিপা, অতীত ঘেঁটে সেই পুরনো দিনের কথা রোমাঞ্চ 

TOLLYWOOD: সৎ ছেলের জন্মদিনে আবেগপ্রবণ সুদিপা, "আমি কখনও তোমার মা হয়ে উঠতে পারিনি"

ছবি পোস্ট করে সুদিপা তার ওপরে বড় করে ক্যাপশন দিয়েছেন তাতে লিখেছেন ” “যখন আমার ওর সঙ্গে দেখা হয় তখন স্কুলে পড়ে। ভাগ্য আমাদের এক সঙ্গে বেঁধে দিয়েছে। আমরা দুজনেই খুব ভাল বন্ধু। দুজনেই দু’জনের সমালোচক। কিন্তু সব সময়েই আমরা একে অন্যের সাপোর্ট সিস্টেম। যদি পড়ে যাও, তোমার পাশে দাঁড়াব। যদি আমি পড়ে যাই, তুমি যে থাকবে তাও জানি। আমাদের সম্পর্ককে নাম দিতে চাই না। তোমার মা কোনওদিন হতে পারব না। আমি শুধু তোমার ‘এই যো’। শুভ জন্মদিন হ্যান্ডসাম। হাসতে থেকো।”