SSC-TET Scam: পুজোর আগেই চাকরি হারাবেন বহুজন, হাইকোর্টের নির্দেশের পরেই বৈঠকে বসল কমিশন
SSC meeting on illegal appointment

নজরবন্দি ব্যুরোঃ এক সপ্তাহের মধ্যে বেআইনি নিয়োগের তালিকা পেশ করতে হবে। গতকাল একযোগে সিবিআই ও কমিশনকে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরেই বৃহস্পতিবার বেআইনি নিয়োগ খুঁজে বের করতে উদ্যোগ নিল কমিশন। বিকেল ৫ টা নাগাদ শুরু হয়েছে কমিশনের ত্রিপাক্ষিক বৈঠক। আজকের বৈঠকের পরেই পুজোর আগেই চাকরি হারাবেন বহুজন। মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুনঃ Durga Pujo 2022: বিজেপির পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ! তালিকায় কলকাতার একাধিক পুজো

সূত্রের খবর, কমিশনের দফতরেই হবে বৈঠক। থাকবেন কমিশনের আইনজীবী, মামলাকারীদের আইনজীবী এবং মধ্য শিক্ষা পর্ষদের সদস্যরা। তাক্লিকায় যাদের নাম থাকবে। আগামী সপ্তাহের মধ্যে বহু মানুষ চাকরি হারাতে পারেন বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে যারা ওয়েটিংয়ে রয়েছেন, তাঁদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন বিচারপতি।

পুজোর আগেই চাকরি হারাবেন বহুজন, বিরাট পদক্ষেপে কমিশন 
পুজোর আগেই চাকরি হারাবেন বহুজন, বিরাট পদক্ষেপে কমিশন

গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, বিচারপতি বলেন, ‘‘গত এপ্রিল মাস থেকে মামলা চলছে, প্রকৃত যোগ্য প্রার্থীরা এখনও চাকরি পাননি। তাঁদের দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে তো।’’ আজ শুনানি চলাকালীন বিচারপতি বেআইনি নিয়োগের হিসেব চান স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে।

দুই সংস্থার কাছেই নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগে বেআইনি নিয়োগের তালিকা চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তিনি বলেন, বেআইনি ভাবে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের বরখাস্ত করা হবে। ২৮ সেপ্টেম্বরের মধ্যেই এসএসসি এবং সিবিআইকে এ সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

পুজোর আগেই চাকরি হারাবেন বহুজন, বিরাট পদক্ষেপে কমিশন 

পুজোর আগেই চাকরি হারাবেন বহুজন, বিরাট পদক্ষেপে কমিশন 
পুজোর আগেই চাকরি হারাবেন বহুজন, বিরাট পদক্ষেপে কমিশন

বৃহস্পতিবারের বৈঠকে মূলত মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট খতিয়ে দেখা হবে।আরটিআই করে ওয়েটিং লিস্টে নাম থাকা অনেক প্রার্থী জানতে পেরেছেন, যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের প্রাপ্ত নম্বর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তুলনায় কম। তাই এ দিন দুই তালিকা খতিয়ে দেখতে হবে আইনজীবী ও আধিকারিকদের।