জগদ্ধাত্রী পুজোতেও চলবে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন, যাত্রীদের জন্য বিশেষ ভাবনা রেলের

নজরবন্দি ব্যুরো: দুর্গাপুজো, কালী পুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোতেও স্পেশ্যাল ট্রেন চালাবে রেল। যেসকল দর্শনার্থী ঠাকুর দেখে রাতে বাড়ি ফিরবেন তাঁদের সুবিধার কথা মাথায় রেখে একগুচ্ছ ট্রেন চলবে। জগদ্ধাত্রী পুজোর বিসর্জন পর্যন্ত অতিরিক্ত পরিষেবা পাবেন যাত্রীরা। দেখে নিন কোন কোন রুটে কখন এই স্পশ্যাল ট্রেন চালানো হবে।

আরও পড়ুন: ফের হাজির করোনার নয়া উপসর্গ, ‘পিরোলা’ স্ট্রেনে আক্রান্ত হলে বুঝবেন কীকরে?

রেল সূত্রে খবর, আগামী সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া-ব্যান্ডেল লাইনে পাঁচ জোড়া অর্থাৎ মোট দশটি স্পেশাল ট্রেন চালানো হবে। আপ লাইনে চলবে পাঁচটি ও ডাউন লাইনে চলবে পাঁচটি ট্রেন। পাশাপাশি হাওড়া-বর্ধমান লাইনেও এক জোড়া স্পেশ্যাল ট্রেন চালানো হবে। হাওড়া থেকে ব্যান্ডেলগামী স্পেশ্যাল ট্রেন ছাড়বে বিকেল ৫.২০ মিনিটে, সন্ধ্যা ৭.৫৫ মিনিটে, রাত ১১ টা ও ১২.৩০ মিনিটে। ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে সন্ধ্যে ৬.৩৫ মিনিটে, রাত ৯.২০ মিনিটে, রাত ১ টা ও ২ টোয় ট্রেনগুলি ছাড়বে।

 জগদ্ধাত্রী পুজোতেও চলবে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন, যাত্রীদের জন্য বিশেষ ভাবনা রেলের

হাওড়া থেকে বর্ধমান যাওয়ার স্পেশ্যাল ট্রেন ছাড়বে রাত ১.১৫ মিনিটে এবং বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত ১০.৩০ মিনিটে। আগামী ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) জগদ্ধাত্রী পুজোর বিসর্জন রয়েছে। ওইদিনও হাওড়া-ব্যান্ডেল লাইনে একজোড়া স্পেশ্যাল ট্রেন চালানো হবে। বৃহস্পতিবার হাওড়া থেকে রাত ২.৩৫ মিনিটে ট্রেন ছাড়বে এবং ব্যান্ডেল থেকে হাওড়াগামী ট্রেন ছাড়বে ভোর ৪ টেয়।

 জগদ্ধাত্রী পুজোতেও চলবে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন, যাত্রীদের জন্য বিশেষ ভাবনা রেলের

চন্দননগরে ধুমধাম করে আয়োজিত হয় জগদ্ধাত্রী পুজো। মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা সব দিক থেকেই দর্শনার্থীদের আকৃষ্ট করে। বহু মানুষ ঠাকুর দেখতে চন্দননগর যান। রাত শেষে তাঁদের বাড়ি ফিরতে সমস্যা না হয় সেকথা মাথায় রেখে দুর্গা পুজো, কালী পুজোর মত এই পুজোতেও অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জগদ্ধাত্রী পুজোতেও চলবে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন, যাত্রীদের জন্য বিশেষ ভাবনা রেলের

 জগদ্ধাত্রী পুজোতেও চলবে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন, যাত্রীদের জন্য বিশেষ ভাবনা রেলের
জগদ্ধাত্রী পুজোতেও চলবে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন, যাত্রীদের জন্য বিশেষ ভাবনা রেলের