ফের হাজির করোনার নয়া উপসর্গ, ‘পিরোলা’ স্ট্রেনে আক্রান্ত হলে বুঝবেন কীকরে?
New symptoms of corona appeared again

নজরবন্দি ব্যুরোঃ ২০১৯ এর শেষ থেকে করোনাভাইরাসের সূচনা হয়েছিল। এরপর ধীরে ধীরে তার বাড়তে বাড়তে মহামারী রাখার ধারণ করে। এই ভাইরাসে কাবু হয়ে গিয়েছিল প্রায় গোটা বিশ্ব। প্রচুর মানুষের মৃত্যু হাহাকার থেকে অবশেষে স্বস্তি মিলে ছিল কিছুটা ২০২২ এ। কিন্তু ভাইরাসের ধ্বংস এত সহজে হয় না। আবার নতুন রূপে তা মানুষের মাঝে ফিরে আসে। এবার আরও এক নতুন উপসর্গ নিয়ে হাজির হলো করোনাভাইরাস। BA.2.86 নামক ওই স্টেনটির নাম পিরোলা।

আরও পড়ুনঃ আমহার্স্ট স্ট্রিট থানায় যুবকের রহস্য মৃত্যু, এবার দেহ ফেরত চেয়ে হাইকোর্টের দ্বারস্ত মৃতের পরিবার

একেবারে নতুন উপসর্গ নিয়ে হাজির হয়েছে এই নয়া স্টেন। শুধু তাই নয়, এই নতুন স্টেন আগে তুলনায় আরো দ্রুত বিস্তারলাভ করে। কিন্তু কি কি উপসর্গ দেখা দেয় এই পিরোলা ভাইরাসে? চিকিৎসকরা জানাচ্ছেন পিরোলা ভাইরাসে আক্রান্ত রোগীদের জ্বর, গলা ব্যথা, ডায়রিয়া, সর্দি কাশি, এমনকি চোখ লাল হয়ে যাওয়া কিংবা দৃশ্য শক্তি চলে যাবার মতো উপসর্গও দেখা দিতে পারে।

ফের হাজির করোনার নয়া উপসর্গ, আক্রান্ত হলে কী করবেন? 
ফের হাজির করোনার নয়া উপসর্গ, আক্রান্ত হলে কী করবেন? 

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এই উপসর্গ দেখা দিলে দেরি না করে অতি দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিন। মাক্স পড়া আবার চালু করতে বলা হচ্ছে। তার সাথে সাথে হ্যান্ড স্যানিটাইজার এছাড়া করো না কালে আর যে সমস্ত বিধি নিষেধ ছিল সেগুলো আবার ফিরিয়ে আনার কথা জানাচ্ছে। এছাড়া নয়া প্রতিষেধক বেরোলে তা অতি দ্রুত গ্রহণ করার আর্জি জানিয়েছেন চিকিৎসক মহল।

ফের হাজির করোনার নয়া উপসর্গ, আক্রান্ত হলে কী করবেন? 

ফের হাজির করোনার নয়া উপসর্গ, আক্রান্ত হলে কী করবেন? 

প্রসঙ্গত উল্লেখ্য, গত জুলাই মাসে করোনা ভাইরাস রূপ বদলে হয়েছিল ওমিক্রন। এরপর তা হয় মিউটেশন। এই মুহূর্তে করোনা রূপ বদলে হয়েছে পিরোলা। তবে এই ভাইরাসে মৃত্যুর হার তুলনামূলকভাবে কম এবং এটি অন্যান্য স্টেইনের তুলনায় একটু কম ক্ষতিকারক। তবে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে নিতে হবে অতিরিক্ত যত্ন।