আমহার্স্ট স্ট্রিট থানায় যুবকের রহস্য মৃত্যু, এবার দেহ ফেরত চেয়ে হাইকোর্টের দ্বারস্ত মৃতের পরিবার
Amherst Street unnatural death case update

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি আমহার্স্ট স্ট্রিট থানায় এক যুবকের মৃত্যু ঘিরে বেশ শোরগোল পড়েছিল। এই রহস্য মৃত্যুকে ঘিরে আদালতের দ্বারস্ত হয়েছিলেন মৃতের পরিবার। তাদের দাবী ছিল ওই যুবককে থানায় অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল। আবার সেই ঘটনাটি কেন্দ্র করেই আবার আদালতের দ্বারস্ত হলেন পরিবার। এইবারে পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে মৃতের দেহ নাকি আটকে রেখেছে পুলিশ। মৃতদেহ ফেরত পাওয়ার জন্য এবার আদালতের কাছে আর্জি জানিয়েছেন মৃত অশোককুমার সিংহের পরিবার।

আরও পড়ুনঃ ভারত বিশ্বকাপ জিতলেই নগ্ন হবো! অভিনেত্রীর মন্তব্যে তোলপাড় সোশ্যাল মডিয়া

আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল আজ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দেহ ফেরত চেয়ে আবেদন জানান। কারন পুলিশ কোন মতেই দেহ দিতে চাইছে না। পুলিশের দাবী কোর্টের নির্দেশ ছাড়া দেহ দেওয়া যাবে না। আজই শুনানি রয়েছে এই ঘটনাটির।

আমহার্স্ট স্ট্রিট থানায় যুবকের রহস্য মৃত্যু, দেহ ফেরত পাওয়ার আর্জি পরিবারের
আমহার্স্ট স্ট্রিট থানায় যুবকের রহস্য মৃত্যু, দেহ ফেরত পাওয়ার আর্জি পরিবারের

এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার। কিন্তু তার আগেই দেহ ফেরত নিতে চাইছে পরিবার। কারন মৃতের দেহ দ্বিতীয়বার ময়ানা তদন্তের প্রয়োজন নেই। ফলে অহেতুক দেহ আটকে রাখা হচ্ছে। এমনটাই দাবী করছেন আইনজীবী। ওই যুবকের মৃত্যু ব্রেন হেমারেজের কারণেই হয়েছে।

আমহার্স্ট স্ট্রিট থানায় যুবকের রহস্য মৃত্যু, দেহ ফেরত পাওয়ার আর্জি পরিবারের

Amherst Street death: আমহার্স্ট স্ট্রিট থানায় যুবকের রহস্য মৃত্যু, এবার দেহ ফেরত চেয়ে হাইকোর্টের দ্বারস্ত মৃতের পরিবার

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি সপ্তাহের বুধবার কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় অশোক সিংহকে(মৃত) ডেকে পাঠানো হয় চুরি করা মোবাইল কেনার অভিযোগে। পরিবারের দাবী এরপর ওই যুবককে থানাতেই পিটিয়ে খুন করা হয়। তবে পুলিশ জানায় ওই যুবককে খুন করা তো দুরের কথা তাকে মারধর পর্যন্ত করা হয়নি। শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।