নজরবন্দি ব্যুরোঃ ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। সেই সময় এ রকমই মন্তব্য করেন নীল ছবির তারকা পুনম পাণ্ডে। তিনি সেই সময় বলেছিলেন ভারত জিতলেই এমন এক কাণ্ড ঘটাবেন। ভারত সে বছর বিশ্বকাপ জেতে।
আরও পড়ুনঃ বিশ্বকাপ ফাইনালে নয়া চমক কমেন্ট্রি বক্সে, এক সাথে থাকতে পারেন সৌরভ-পন্টিং
তবে নিজের দেওয়া কথা রাখেননি পুনম। এ বার এমনই এক চাঞ্চল্যকর মন্তব্য করে রাতারাতি প্রচারের আলোয় চলে এসেছেন তেলুগু অভিনেত্রী রেখা ভোজ। তিনি বলেছেন, এ বার বিশ্বকাপে ভারত জিতলে তিনি নাকি নগ্ন হয়ে দাঁড়াবেন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে।
আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন ‘নোংরা মানসিকতা। এগুলো সবই প্রচারের আলোয় থাকার ফিকির’। কেউ মন্তব্য করেছেন, ‘যদি আপনি এমনটা করেন, আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব’।
ভারত বিশ্বকাপ জিতলেই নগ্ন হবো! অভিনেত্রীর মন্তব্যে তোলপাড় সোশ্যাল মডিয়া
কেউ আবার অভিনেত্রীর উদ্দেশে লেখেন, ‘আপনি এমনটা করলে লোকে আপনার গায়ে পাথর ছুড়বে’। তবে যায় হোক ১১ বছর পর বিশ্বকাপের ফাইনালে ভারত। আর সব ভারতবাসী মনে প্রানে চাইছে এই বিশ্বকাপ জেন যেতে ভারতই।