নজরবন্দি ব্যুরোঃ হায়দরাবাদে দ্বিশতরান করে নজির গড়েছেন ২৩ বছরের শুভমান। এর আগে এত কম বয়সে কোনও ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেননি। তবে সেই ইনিংস নয়, আপাতত সমাজমাধ্যমে শুভমানের ভাইরাল হওয়ার অন্য কারণ রয়েছে। সেই কারণ হলেন সোনম বাজওয়া।
আরও পড়ুনঃ সতীর্থের জন্য প্রার্থনা, পন্থের জন্য মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন সূর্যকুমাররা
সম্প্রতি এই সোনমের সঙ্গেই নাম জড়িয়েছে শুভমানের। সোনমের সঙ্গে হাত মেলাচ্ছেন শুভমন। সেই ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, সোনমের কারণেই দারুণ ফর্মে ফিরেছেন শুভমান।
তবে এবারই প্রথম নয় এর আগেও শুভ মানের সঙ্গে নাম জড়িয়েছে সচিনের মেয়ে সারা এবং বলিউড স্টার সাইফ আলী খানের কন্যা সারা আলি খানের। এমনকি দ্বিশতরান করার দিন মাঠে ফিল্ডিং করার সময় শুভমান কে উদ্দেশ্য করে স্টেডিয়াম থেকে সারা সারা রব ওঠে।
সারারা এখন অতীত, শুভমানের হৃদয়ে এখন সোনমপ্রীত!
কিন্তু দুই সারা কে পিছনে ফেলে শুভমানের কাছে চলে এসেছে সোনাম বাজওয়া। কে এই সোনম? সোনমপ্রীত বাজওয়া মডেল এবং অভিনেত্রী। বেশ কিছু পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন। কিছু তামিল, তেলুগু ছবিতেও অভিনয় করেছেন। ২০১২ সালে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ দেন। ২০১৩ সালে অভিনয় জগতে প্রবেশ।