নজরবন্দি ব্যুরো: নিয়মরক্ষার ম্যাচ হওয়ায় রিজার্ভ বেঞ্চের শক্তি দেখে নিতে চেয়েছিল ভারত। দলে পাঁচটি বদল করেছিলেন রোহিত শর্মারা। হতাশ করলেন পরিবর্ত ক্রিকেটারেরা। প্রথমে ব্যাট করে ২৬৫ রান করে বাংলাদেশ। ৮০ রান করেন শাকিব আল হাসান। রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে একটা সময় চাপে পড়ে যায় ভারত।
আরও পড়ুন: ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়, জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
একাই লড়ছিলেন শুভমন গিল। কিন্তু কারও সাহায্য পেলেন না তিনি। শতরান করেও দলকে জেতাতে পারলেন না শুভমন। বিফলে গেল শুভমান গিলের দুরন্ত শতরান। ১১ বছর পর টাইগার্সদের কাছে লজ্জার হার। তাও আবার ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে এমন হার খুব কাছ থেকে দেখে নিজেকেই দোষ দিলেন শতরানকারী ভারতীয় ওপেনার।
ম্যাচ হারের শেষে সাংবাদিক বৈঠকে গিল বলেন, “আমি থাকলে ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারতাম। আমার তরফ থেকে হিসাবে গলদ হয়ে গিয়েছিল। আমি ভালো ফর্মে ছিলাম। তাই বাড়তি আগ্রাসী মেজাজে রান তুলতে না গিয়ে ঠান্ডামাথায় খেললে অনায়াসে ম্যাচটা জিততে পারতাম।
ম্যাচ হেরে নিজেকেই দায়ী করলেন শুভমান, কী বললেন শতরানকারী ওপেনার?
তবে এই হার আমাকে অনেক শিক্ষা দিয়ে গেল। ভবিষ্যতে এমন পরিস্থিতি এলে আমি দলের স্বার্থ ভেবেই ব্যাট করব। আপাতত আমাদের লক্ষ্য ফাইনাল। সেটা জেতার ব্যাপারেই ভাবছি।”