১৪ বছর পর বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর, এতদিন পর ফিরে কী বললেন অভিনেত্রী
Sharmila Tagore in Bengali film after 14 years

নজরবন্দি ব্যুরো: দেখতে দেখতে মাঝে কেটে গিয়েছে ১৪ বছর। কিন্তু আর বাংলা ছবিতে অভিনয় করা হয়ে ওঠেনি কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। শেষ তাঁকে দেখা গিয়েছিল অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘অন্তহীন’-এ। এবার ফিরছেন ‘পুরাতন’-এর হাত ধরে। কান্ডারী ঋতুপর্ণা সেনগুপ্ত।

আরও পড়ুন: মহালয়ায় উমার ভূমিকায় দিতিপ্রিয়া! শ্রুতি, গৌরী, মিতুল, ফুলকি কে কোন চরিত্রে থাকবে?

কারণ ঋতুপর্ণার ‘ভাবনা আজ ও কাল’-এর প্রযোজনায় তৈরি হতে চলেছে বাংলা ছবি ‘পুরাতন’। গত শুক্রবার ছবি আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল শহরের একটি পাঁচতারা হোটেলে। দুই অভিনেত্রী তো বটেই, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবি কলাকুশলীরাও।

Sharmila Tagore: ১৪ বছর পর বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর, এতদিন পর ফিরে কী বললেন অভিনেত্রী

বাংলা ছবিতে ফিরতে পেরে কেমন লাগছে? অভিনেত্রী বলেন, ‘ ঋতু, সুমনের সঙ্গে আমার ভাল সম্পর্ক। মা মেয়ের গল্প। স্ক্রিপ্টটা খুব ভাল লেগেছে’। শর্মিলার কথায়, ‘কলকাতা আমার চোখে বদলায়নি।

১৪ বছর পর বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর, এতদিন পর ফিরে কী বললেন অভিনেত্রী

Sharmila Tagore: ১৪ বছর পর বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর, এতদিন পর ফিরে কী বললেন অভিনেত্রী

কলকাতায় খানাখন্দের রাস্তাগুলোও একই আছে’। ছবিতে থাকছেন ঋতুপর্ণা নিজে এবং ইন্দ্রনীল সেনগুপ্ত ও। মূলত মা ও মেয়ের গল্প। মায়ের চরিত্র শর্মিলা ঠাকুর আর মেয়ের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তএবংও জামাইয়ের ভূমিকায় ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটি পরিচালনা করবেন সুমন ঘোষ। কলকাতায় এসে ইন্দ্রনীল ও ঋতুপর্ণাকে পাশে নিয়ে এই ছবির কথা প্রকাশ্যে আনলেন শর্মিলা।

Sharmila Tagore: ১৪ বছর পর বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর, এতদিন পর ফিরে কী বললেন অভিনেত্রী