পাঠানের ব্যাপক শাফল্যের পরেই কিং খানের মুখে বিরতির কথা! অভিনয় ছাড়ছেন শাহরুখ?

পাঠানের ব্যাপক শাফল্যের পরেই কিং খানের মুখে বিরতির কথা! অভিনয় ছাড়ছেন শাহরুখ?

নজরবন্দি ব্যুরোঃ সাংবাদিক সম্মেলন করেননি। হল ভিজিটও নৈব নৈব চ! তা সত্ত্বেও বয়কট গ্যাংয়ের নিষেধাজ্ঞা উড়িয়ে বক্স অফিসে ব্যাপক সফল ‘পাঠান’। হু হু করে বাড়ছে আয়। সাফল্যের গোপন চাবিকাঠি ঠিক কী? ‘Ask SRK’ সেশনে কিং খানকে এমনই প্রশ্ন করলেন এক অনুরাগীরা।

আরও পড়ুনঃ বক্স অফিসে পাঠান ঝড়, রেকর্ডের পর রেকর্ড করলেন SRK

পাঠানের ব্যাপক শাফল্যের পরেই কিং খানের মুখে বিরতির কথা! অভিনয় ছাড়ছেন শাহরুখ?

মজার ছলে উত্তর দিলেন শাহরুখ। কিং খানকে প্রশ্ন করা হয়, কোনও প্রোমোশন ছাড়া বক্স অফিসে ‘পাঠান’ এত গর্জন করছে কীভাবে? উত্তরে কিং খান বলেন, “আমি ভাবলাম সিংহ তো কখনও সাক্ষাৎকার দিতে দেখিনি। সুতরাং আমিও এবার সাক্ষাৎকার দিইনি। জঙ্গলে এসো। সিনেমাটা দেখো।”

পাঠানের ব্যাপক শাফল্যের পরেই কিং খানের মুখে বিরতির কথা! অভিনয় ছাড়ছেন শাহরুখ?

এই সবার মধ্যেই খানিকটা অপ্রত্যাশিত ভাবেই ‘বিরতি’ নেওয়ার কথা ঘোষণা করলেন কিং খান! মুক্তি পাওয়ার মাত্র দিন চারেকের মাথাতেই ‘রিবতি’ নিতে চলার টুইট করে রীতিমতো শোরগোল ফেলে দিলেন শাহরুখ।

পাঠানের ব্যাপক শাফল্যের পরেই কিং খানের মুখে বিরতির কথা! অভিনয় ছাড়ছেন শাহরুখ?

পাঠানের ব্যাপক শাফল্যের পরেই কিং খানের মুখে বিরতির কথা! অভিনয় ছাড়ছেন শাহরুখ?

শনিবার বিকেলে তিনি লেখেন, “এবার বিরতি নেব। আমার সন্তানদের সঙ্গে সময় কাটাব। সিনেমা হলে এসে ছবি দেখার জন্য় সবাইকে অসংখ্য ধন্যবাদ। সিনেমা হলে গিয়ে নতুন বন্ধু তৈরি করে সিনেমা দেখার একটা আলাদাই আনন্দ আছে, তাই না?” শাহরুখের এই টুইটের পরই গুঞ্জন। তবে কি ফের অভিনয় থেকে বিরতির সিদ্ধান্ত নিচ্ছেন শাহরুখ? আবার কি লম্বা অপেক্ষা!