বক্স অফিসে পাঠান ঝড়, রেকর্ডের পর রেকর্ড করলেন SRK
SRK storms the box office, records after records

নজরবন্দি ব্যুরোঃ চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড ‘বাদশা’ শাহারুখ খান। তাঁর প্রত্যাবর্তন যে রাজকীয় হবে, তা নিয়ে বিশেষ সন্দেহ ছিল না। কিন্তু ‘পাঠান’ প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। এমনটাই উঠে আসছে সংবাদমাধ্যমের রিপোর্টে। বলিউডে করোনা অতিমারির পর থেকে বক্স অফিসের সাফল্য হাতেগোনা।

আরও পড়ুনঃ হিরণের ছবি বিতর্কে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন অজিত মাইতি, আসল সত্যিটা কী?

প্রথম দিনে দেশের বক্স অফিসে প্রায় ৫৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘পাঠান’। আর দ্বিতীয় দিনে ১০০ কোটি ছুঁয়ে ফেলল এই ছবি। সংবাদমাধ্যমে প্রকাশ, দ্বিতীয় দিনের শেষে দেশে ‘পাঠান’ ছবির মোট রোজগার ১২৫ কোটি টাকার বেশি। কিং খানের হাত ধরেই বলিউডের ছবি দেখতে আবার হলমুখী হলেন জনতা।

বক্স অফিসে পাঠান ঝড়, রেকর্ডের পর রেকর্ড করলেন SRK
বক্স অফিসে পাঠান ঝড়, রেকর্ডের পর রেকর্ড করলেন SRK

শুধু তাই নয় এই ছবির হাত ধরে বেশ কিছু রেকর্ড করেছেন অভিনেতা। আর সেগুলি হল, বলিপাড়ায় মুক্তি পাওয়া হিন্দি ছবিগুলির মধ্যে এক দিনে সর্বোচ্চ আয় করা ছবির নাম এখন ‘পাঠান’। ‘পাঠান’ই একমাত্র হিন্দি ছবি যা মুক্তি পাওয়ার প্রথম দিনেই ৫৫ কোটি টাকা তুলে নিয়েছে। অপর দিকে ছবি মুক্তির তৃতীয় দিনে ‘পাঠান’ ২০০ কোটি টাকা তুলে নিয়েছে।

বক্স অফিসে পাঠান ঝড়, রেকর্ডের পর রেকর্ড করলেন SRK

এর আগে বলিউডের আর কোনও ছবি এই নজির গড়তে পারেনি।ছবিমুক্তির দ্বিতীয় দিনে ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। ছবিমুক্তির দু’দিনের মাথায় সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি ছিল ‘কেজিএফ’-এর দ্বিতীয় পর্ব। কিন্তু ‘পাঠান’ সেই নজিরও ভেঙে ফেলেছে।এখনও পর্যন্ত আর কোনও হিন্দি ছবির ক্ষেত্রে এত শো টাইম দেওয়া হয়নি।

বক্স অফিসে পাঠান ঝড়, রেকর্ডের পর রেকর্ড করলেন SRK

বক্স অফিসে পাঠান ঝড়, রেকর্ডের পর রেকর্ড করলেন SRK

‘পাঠান’ প্রথম হিন্দি ছবি যা এত বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে।দেশে এই প্রথম কোনও হিন্দি ছবি এত জায়গায় মুক্তি পেয়েছে। তামিল এবং তেলুগু ভাষাতেও এই ছবি মুক্তি পেয়েছে। শাহারুখ খানের প্রথম ছবি যা মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে উপার্জনের দিক থেকে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে। দীপিকা পাড়ুকোনের অভিনয় জীবনের প্রথম ছবি যা মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ ব্যবসা করেছে।