কেন বিয়ে হচ্ছে না! ৫৭ বছর বয়সে অবশেষে নতুন করে আশা দেখছেন ভাইজান!
salman khan might be ready to marry?

নজরবন্দি ব্যুরোঃ ৫৭ বছর বয়েস। তবে এখনও পর্যন্ত বিয়ে করে উঠতে পারলেন না বলিউডের ভাইজান। যেখানে তার সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা কয়েক ছেলেমেয়ের বাবা মা হয়ে গেছে। তাঁদের মধ্যে অনেকে আবার নতুন বলিউডে অভিষেক করে ফেলেছেন। কিন্তু সলমনের অবিবাহিত থাকার পেছনে কারণ কি?

আরও পড়ুনঃ অবশেষে বিয়ে সম্পন্ন হল সুদিপ্তার, কেমন লাগছিল অভিনেত্রীকে!

Salman Khan - Wikipedia

বলিউডের ভাইজান যে বরাবরই সিঙ্গেল এমনটা নয়। এর আগে বহুবার সম্পর্কে জরিয়েছেন অভিনেতা। তবে কোন সম্পরকই এখনও অবধি টেকেনি অভিনেতার। তাই আজ ও অবিবাহিত থেকে গেলেন সলমন। সম্প্রতি তাঁকে এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়।

Kisi Ka Bhai Kisi Ki Jaan Box Office: With Another 100 Crore Movie, Salman Khan Is Ruling At The Top In Star Ranking With A Huge Margin Of 750 Points!

এর আগে বহু বার বহু সাংবাদিক সভায় তাঁকে প্রশ্ন করা হলে তিনি হয় এড়িয়ে জেতেন নয়তো ঘুরিয়ে প্রশ্নের উত্তর দিতেন। এবার কোনরকম না এড়িয়ে সরাসরি মুখ খুললেন অভিনেতা। তিনি জনসম্ম্যুখে জানান তার সব সম্পর্ক ভেঙ্গে যাওয়ার মুলে রয়েছেন একমাত্র তিনি। সম্পূর্ণ দোষ টাই তার এমনটাই দাবী সলমনের।

 কেন বিয়ে হচ্ছে না! সম্পূর্ণ দোষ টাই তার এমনটাই দাবী সলমনের

Salman Khan Reveals His New Look From Kisi Ka Bhai Kisi Ki Jaan. See Pic: | Filmfare.com

৫৭ বছর বয়সে এসে অবশেষে অভিনেতা উপলব্ধি করলেন সব দোষ শুধু তার আর কারোর নয়। তিনি আরও যোগ করেন , তিনি বলেন তার জীবনে যারা যারা এসেছিল তাঁরা প্রত্যেকেই মানুষ হিসেবে খুব ভালো। আসল দোষী তিনি। সম্প্রতি শেহনাজ কে নিয়ে ভাইজনের সম্পর্কে গুঞ্জন রটছে। তবে দুজনেই তা অস্বীকার করেন।