Salman-Vicky: প্রথমে দূরে ঠেলে দিলেও পরে বুকে টেনে নিলেন ভিকিকে! রাগ মিটল ভাইজানের!

প্রথমে দূরে ঠেলে দিলেও পরে বুকে টেনে নিলেন ভিকিকে! রাগ মিটল ভাইজানের!
salman hugs vicky after the viral incident

নজরবন্দি ব্যুরোঃ সাধারণ মানুষদের মত বলিতারকাদের মধ্যেও দ্বন্দ্ব বিবাদ বাঁধতে পারে সেটা স্বাভাবিক। সেখানে যেমন নানা তাড়কার মধ্যে রয়েছে তুমুল ভাব তেমনই রয়েছে ঝামেলা। এমনই এক ঘটনার সাক্ষী হয়েছিল দর্শকমহল।

আরও পড়ুনঃ আশিস রুপালি একা নয়, বয়েসের অঙ্ক মানেননি যে সমস্ত তারকারা

কিছুদিন আগে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেছিলো বলি অভিনেতা ভিকি কৌশলকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিলেন সলমন খানের নিরাপত্তারক্ষীরা। সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই চরম ভাইরাল হয়ে যায়। এবং দর্শকদের রোষের মুখে পড়তে হয়ে ভাইজানকে।

Salman-Vicky: প্রথমে দূরে ঠেলে দিলেও পরে বুকে টেনে নিলেন ভিকিকে! রাগ মিটল ভাইজানের!

কিন্তু সেই ভুল বোঝাবুঝি বেশি দূর বাড়তে দেননি ভাইজান। সেই একই অনুষ্ঠানে ভিকিকে সালমান মুখে টেনে জড়িয়ে নিলেন। সেই মুহূর্তের ছবিও ছড়িয়ে পরে সামজিক মাধ্যমে। তবে তাতেও খুব একটা খুশি হন নি নেটনাগরিকরা।

প্রথমে দূরে ঠেলে দিলেও পরে বুকে টেনে নিলেন ভিকিকে! তবে কি ভাবমূর্তি র জন্য এই কাণ্ড! 

Salman-Vicky: প্রথমে দূরে ঠেলে দিলেও পরে বুকে টেনে নিলেন ভিকিকে! রাগ মিটল ভাইজানের!সবসময় নিরাপত্তা রক্ষীদের বেড়াজালে থাকেন ভাইজান। পূর্বের ঘটনার দিন ও তাই ছিলেন। সেদিন তার এক নিরাপত্তারক্ষী ভিকির সাথে এই কাণ্ড ঘটিয়েছিল। পরে সালমান ভিকিকে আলিঙ্গন করার সময় সেই একই নিরাপত্তারক্ষী ভাইজানকে অনুসরন করেন। তাই প্রশ্ন উঠছে নেটপাড়ায় তবে কি শুধুমাত্র নিজের ভাবমূর্তি ভালো করার জন্য এই কাণ্ড ঘটালেন বলিউডের ভাইজান!