Bollywood Marriage: আশিস রুপালি একা নয়, বয়েসের অঙ্ক মানেননি যে সমস্ত তারকারা

আশিস রুপালি একা নয়, বয়েসের অঙ্ক মানেননি যে সমস্ত তারকারা
bollywood actor list who marriage after 50,60

নজরবন্দি ব্যুরোঃ ভালোবাসার সত্যিই কোনও বয়স হয় না। বড় পর্দায় খলনায়কের চরিত্রে দর্শকের দরবারে ধরা দিলেও বাস্তবে বেশ রোম্যান্টিক বলিউডের বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী। ৬০ বছর বয়সে দ্বিতীয়বার মালাবদল করে নিলেন বৃহস্পতিবার। অসমের রুপালি বড়ুয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আশিস। তবে শুধু তাঁরা একা নন এরম আরও অনেক উদাহরণ রয়েছে বলিপাড়ায়।

আরও পড়ুনঃ ব্যারাকপুর শুটআউট কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, তদন্তকারীদের দাবিতে শোরগোল!

২০১৮ সালে বলি তারকা মিলিন্দ সোমান ৫২ বছর বয়েসে অঙ্কিতা কোনওয়ারের সঙ্গে গাঁটছড়া বেঁধে ছিলেন। তাঁদের মধ্যে বয়েসের ফারাক ছিল প্রায় ২৫ বছর। নিজের থেকে ২৫ বছরের ছোট পাত্রী অঙ্কিতাকে বিয়ে করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। যদিও সেটা ছিল মিলিন্দের দ্বিতীয় বিয়ে।

আশিস রুপালি একা নয়, বয়েসকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করেছেন আরও অনেকে 
আশিস রুপালি একা নয়, বয়েসকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করেছেন আরও অনেকে

মিলিন্দের প্রথম বিয়ে হয়েছিল ২০০৬ সালে। ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ ছবির সেটে অভিনেত্রী মাইলেনের সঙ্গে আলাপ হয় তার। সেখানে গোয়ার একটি রিসর্টে তাঁদের বিবাহের অনুষ্ঠান আয়োজিত হয়। তবে সেই বিয়ে তাঁদের বেশি বছর টেকেনি। ২০০৯ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়।

আশিস রুপালি একা নয়, বয়েসকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করেছেন আরও অনেকে 

আশিস রুপালি একা নয়, বয়েসকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ে করেছেন আরও অনেকে এই তালিকায় রয়েছেন কবীর বেদীও। একবার বা দুবার নয় পর পর চারবার বিয়ে করেছিলেন তিনি। ১৯৬৯ সালে ওড়িশার নৃত্যশিল্পী প্রতিমা গৌরীকে বিয়ে করেছিলেন তিনি। তবে তাঁদের সেই সম্পর্ক টেকেনি। ১৯৭৪ সালেই বিচ্ছেদ হয় তাঁদের। দ্বিতীয় বিয়েও টেকেনি তাঁদের। ফের ৪৬ বছর বয়েসে বিয়ে হয়ে তার। তবে টেকেনি সেই বিয়েও। ফের ৭০ বছর বয়েসে পরভিন দুসাঞ্জকে বিয়ে করেন কবীর।