নজরবন্দি ব্যুরো: সিসিটিভি ফুটেজ খতিয়ে চিরুনি তল্লাশি শুরু করেছিল পুলিশ। তারপরেই সিসিটিভির ছবি দেখেই অভিযুক্তকে চিহ্নিত করে অবশেষে হাওড়া স্টেশন থেকে আটক করে পুলিশ। অভিযুক্তের নাম সানি। তারপরেই অভিযুক্ত সানিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আর জিজ্ঞাসাবাদের জেরেই তদন্তকারীদের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! যার ফলে নতুন করে শোরগোল ছড়িয়েছে।
আরও পড়ুন: Mamata Banerjee: পরিস্থিতির চাপে আসতে পারিনি! প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা
প্রসঙ্গত, ব্যারাকপুরে সোনার দোকানে ভরসন্ধ্যায় হাতে অস্ত্র নিয়ে ভিতর ঢুকে পড়ে কয়েকজন ডাকাত। এরপরেই তাদের লুটপাটে বাধা দিতে গিয়ে খুন হন দোকান মালিকের ছেলে নীলাদ্রি। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। পুলিশের বিরুদ্ধে তোপ উগড়ে দেন সাংসদ অর্জন সিং। পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠে! শুধুই ডাকাতিতে বাধা পেয়ে খুন নাকি পুরনো কোনও শত্রুতার জের সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এরপরেই এই খুনের ঘটনার তদন্তভার দেওয়া হয় ব্যারাকপুর পুলিশ কমিশনার গোয়েন্দা বিভাগকে। তদন্তভার পেয়েই এই ঘটনায় পুলিশ দু’জন সন্দেহভাজনকে আটক করে পুলিশ। শুক্রবার তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এরপরেই সিসিটিভির ছবি দেখেই চিহ্নিত করা হয়ে অভিযুক্তকে। অবশেষে হাওড়া স্টেশন থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ।
এবার জেরায় তদন্তকারীদের দাবি, ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা ছিল না দুষ্কৃতীদের। আসল পরিকল্পনা ছিল হাওড়ার কদমতলায় লুটপাটের! কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হওয়ায় ফলে বারাকপুরের সোনার দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। তদন্তকারীরা জানান, হাওড়ার কদমতলার সোনার দোকানে লুটপাটের পরিকল্পনা ছিল। কিন্তু সেদিন কদমতলায় ভিড় বেশি ছিল বলে পরিকল্পনা বদল করে তারা। বারাকপুরের সোনার দোকানে লুটপাট করতে যায় দুষ্কৃতীরা। আর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই আতঙ্কে হাওড়ার স্বর্ণ ব্যবসায়ীরাও।