অবশেষে বেঙ্গালুরু এফসিতে সই করলেন রয় কৃষ্ণ
অবশেষে বেঙ্গালুরু এফসিতে সই করলেন রয় কৃষ্ণ

নজরবন্দি ব্যুরোঃ মোহনবাগানকে বিদায় জানানোর পর থেকেই শুরু হয়েছিল চর্চা। কোন দলে খেলবে রয় কৃষ্ণ? এবার সব জল্পনায় ইতি টেনে বেঙ্গালুরু এফসিতে সই করলেন ফিজিয়ান স্ট্রাইকার। এটিকে মোহনবাগান ছাড়ার পর থেকেই ফিজির তারকা স্ট্রাইকারের পরবর্তী গন্তব্য নিয়ে চর্চা চলছিল।

আরও পড়ুনঃ সৌরভ ও শাহ জুটিকে ধরে রাখতে সুপ্রিম কোর্টে ভারতীয় বোর্ড

শোনা গিয়েছিল কেরল ব্লাস্টার্স এবং নর্থ ইস্ট ইউনাইটেডের প্রস্তাব আছে। এমনকী ইস্টবেঙ্গলেরও অফার ছিল। কিন্তু প্রতিবেশী ক্লাবে যেতে খুব একটা ইচ্ছুক ছিলেন না সবুজ মেরুনের বিদায়ী স্ট্রাইকার। মাঝে তাঁর পুরনো ক্লাব ওয়েলিংটন ফিনিক্সে ফিরে যাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছিল।

Roy Krishna: অবশেষে বেঙ্গালুরু এফসিতে সই করলেন রয় কৃষ্ণ

কিন্তু শেষপর্যন্ত আরও একটা মরশুম ভারতে থাকার সিদ্ধান্ত নিলেন। যাবতীয় জল্পনায় ইতি টেনে বেঙ্গালুরুতে সই করলেন রয় কৃষ্ণ। শোনা যাচ্ছে, ফিজিয়ান স্ট্রাইকারকে পেতে লোভনীয় প্রস্তাবই দিয়েছে বেঙ্গালুরু। গত দুই মরশুমে লিগের প্রথম চারে থাকতে ব্যর্থ হয়েছে বেঙ্গালুরু । তাই এবার ঘুরে দাঁড়াতে কোমর বেঁধে ঘর গোছানো শুরু করে তারা।

অবশেষে বেঙ্গালুরু এফসিতে সই করলেন রয় কৃষ্ণ

অবশেষে বেঙ্গালুরু এফসিতে সই করলেন রয় কৃষ্ণ

Roy Krishna: অবশেষে বেঙ্গালুরু এফসিতে সই করলেন রয় কৃষ্ণ

আর রয় কৃষ্ণ যোগ দেওয়ায় নিঃসন্দেহে আরও শক্তিশালী হয়ে উঠল প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়নরা। ২০১৯ সালে অস্ট্রেলীয় লিগের ওয়েলিংটন ফিনিক্স থেকে ভারতীয় ফুটবলে আগমন ঘটেছিল রয় কৃষ্ণর। প্রথমে তিনি সই করেন এটিকেতে। লাল-সাদা জার্সিতে আইএসএলের চ্যাম্পিয়নও হন তিনি। তারপর সেখান থেকে তিনি যোগ দেন এটিকে-মোহনবাগানে। আইএসএল কেরিয়ারে ৬০ ম্যাচে ৩৬ গোল করেছেন রয়।