বাড়ি ফিরলেন মহারাজ! শুভেচ্ছা জানালেন, টলিউড তারকারা

নজরবন্দি ব্যুরোঃ সৌরভ গঙ্গোপাধ্যায়
আজ হাসপাতাল সুস্থ হয়ে বাড়ি ফেরেন। টলিউড তারকারা সৌরভের বাড়িতে ফেরার পর তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে আবীর চট্টোপাধ্যায় বা অঙ্কুশ হাজরা, মহারাজের প্রত্যাবর্তনে খুশি।
আরোও পড়ুনঃ পাহাড়ে শুরু গুরুং ম্যাজিক, তৃণমূলের হয়ে প্রচারে নামলেন বিমল
অভিনেত্রী ঋতুপর্ণা বলেন, “সৌরভ আমার খুব কাছের বন্ধু। ছোটবেলার, কোচিং ক্লাসের বন্ধু। সৌরভের অসুস্থতার খবর পেয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। ওই খবর পাওয়ার পর ডোনাকে মেসেজ করি। হাসপাতালে ফোন করে খবর নি। সৌরভ আমাদের সম্পদ। ওঁর সুস্থতার খবর পেয়ে খুব আশ্বস্ত লাগছে।”
অভিনেতা আবীর চট্টোপাধ্যায় বলেন “সৌরভ গঙ্গোপাধ্য়ায় আমাদের প্রিয় দাদা, সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, এটা আমরা সবাই চেয়েছিলাম। সৌরভের সুস্থ হওয়ার খবর পেয়ে অনেকটাই ভাল লাগছে, আশ্বস্ত লাগছে। বছরের শুরুটা এমন হবে, আমরা কেউই ভাবিনি। দাদা তুমি চটজলদি সুস্থ হয়ে যাও।”
অভিনেতা আঙ্বকুশ বলেন “সৌরভ গঙ্গোপাধ্যায় যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, এটা খুব খুশির খবর। ২০২১ দাদার খুব ভাল কাটুক, এই প্রার্থনাই করি। দাদা খুব ভাল থাকুন।” অভিনেত্রী অপরাজিত আঢ্য বলেন “এটা খুব খুশির খবর যে সৌরভ গঙ্গোপাধ্যায়, আমাদের দাদা আজ বাড়ি ফিরলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় জীবনে অনেক লড়াই করেছেন, খেলার মাঠে তো বটেই। খেলার মাঠে সৌরভ বার বার সবাইকে জিতিয়েছেন, জীবনেও অনেক কিছুর সঙ্গে লড়াই করছেন। আর এবার শরীরের সঙ্গে লড়াই করেও এই ইনিংসটা খুব সহজে জেতালেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্য।”
অভিনেত্রী পায়েল সরকার জানিয়েছেন “সৌরভ গঙ্গোপাধ্য়ায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, এই খবর পেয়ে স্বস্তি লাগছে। দাদার কামব্যাক, আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর।” অভিনেত্রী তনুশ্রী বলেন “দাদা ফিরলেন বাড়িতে, এটা শুধু বাঙালিদের কাছেই নয়, গোটা দেশ এবং বিশ্বের কাছে একটা বড় খবর। আমি এবং আমার বাবা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বড় ভক্ত। সৌরভ অসুস্থ বলে বছরের প্রথমে যখন খবর পাই, তখন ভেবেছিলাম, এটা কী হল! যাক, সবকিছু ঠিক হয়ে গিয়েছে, দাদা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন শুনে আশ্বস্ত লাগছে।”