নিয়োগ দুর্নীতিতে জড়িত নন মানিক, দায় কার? হাইকোর্টে বিস্ফোরক দাবি প্রাক্তন পর্ষদ সভাপতির

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় এক বছরের বেশি সময় জেলবন্দী প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। বৃহস্পতিবার জামিনের মামলার শুনানিতে বিস্ফোরক দাবি করলেন মানিকের আইনজীবী। বেনিয়ম হলে তার দায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের, আদালতে এমনটাই জানালেন তিনি।

আরও পড়ুন: ভার্চুয়াল শুনানিতে ‘বাঁচতে চাওয়ার’ করুণ আর্জি বালুর, পাল্টা কী বললেন বিচারক?

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মানিক ভট্টাচার্যের মামলার শুনানি শুরু হয়েছিল। শুনানি চলাকালীন প্রাক্তন পর্ষদ সভাপতির আইনজীবী দাবি করেন, “নিয়োগের প্যানেল তৈরি করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। ফলে নিয়োগে কোনও অনিয়ম হয়ে থাকলে সেটা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের মাধ্যমেই হবে। ফলে অনিয়মের সঙ্গে তাঁর মক্কেল কোনওভাবে জড়িত নয়।” তিনি আরও জানান, ‘ পর্ষদ যে তালিকা দিয়েছিল, হয়তো সেখান থেকে সকলকে নিয়োগপত্র দেয়নি প্রাথমিক শিক্ষা সংসদ। কেউ তাঁর মক্কেলের নাম করা, কিংবা তাঁর মক্কেলের নাম করে টাকা নিয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন মানিকের আইনজীবী।

নিয়োগ দুর্নীতিতে জড়িত নন মানিক, দায় কার? হাইকোর্টে বিস্ফোরক দাবি প্রাক্তন পর্ষদ সভাপতির

বিচারপতি প্রশ্ন করেন, যদি পর্ষদ থেকে অনুমতি না দেওয়া হয়, তাহলে জেলাস্তরে প্রাথমিক শিক্ষা সংসদ কীভাবে নিয়োগ করবে? উত্তরে আইনজীবী জানান, প্রাথমিক শিক্ষা সংসদ যদি কোনও বেআইনি কাজ করে, সেক্ষেত্রে কি মানিককে দায়ী করা যায়? জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দায় কেন পর্ষদের উপর বর্তাবে? এরপরই বিচারপতি জানতে চান, মানিক ভট্টাচার্য সভাপতি থাকাকালীন কত নিয়োগ হয়েছে, এবং তার মধ্য কতগুলি নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে? আইনজীবী জানান, প্রায় ৪৪ হাজার নিয়োগ হয়েছে। পর্ষদের রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত ৯৮ জনকে পাওয়া গিয়েছে, যাঁদের নাম পর্ষদের থেকে প্রাথমিক শিক্ষা সংসদে পাঠানো হয়নি, কিন্তু তাঁরা নিয়োগপত্র পেয়েছেন।

নিয়োগ দুর্নীতিতে জড়িত নন মানিক, দায় কার? হাইকোর্টে বিস্ফোরক দাবি প্রাক্তন পর্ষদ সভাপতির

এদিন আদালতে মানিকের জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁদের তরফে জানানো হয়, মানিক যা বলছেন, তার ভিত্তিতে স্পষ্ট নিয়োগ মামলার দুর্নীতির শিকড় আরও গভীরে। এনিয়ে তাঁকে আরও জেরা করার প্রয়োজন আছে বলেও জানিয়েছে তদন্তকারীরা।

নিয়োগ দুর্নীতিতে জড়িত নন মানিক, দায় কার? হাইকোর্টে বিস্ফোরক দাবি প্রাক্তন পর্ষদ সভাপতির

নিয়োগ দুর্নীতিতে জড়িত নন মানিক, দায় কার? হাইকোর্টে বিস্ফোরক দাবি প্রাক্তন পর্ষদ সভাপতির
নিয়োগ দুর্নীতিতে জড়িত নন মানিক, দায় কার? হাইকোর্টে বিস্ফোরক দাবি প্রাক্তন পর্ষদ সভাপতির