নজরবন্দি ব্যুরো: শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার সশরীরে আদালতে হাজিরা দিতে পারেননি রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই কারণে এদিন তাঁকে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয় আদালতে। সেখানে বালু কাতর আর্জি জানান, “আমাকে বাঁচতে দিন!” যদিও বৃহস্পতিবার জামিনের আবেদন করেননি জ্যোতিপ্রিয় মল্লিক।
আরও পড়ুন: শুরু হতে চলেছে বিশ্ব বাণিজ্য সম্মেলন, নবান্নে বৈঠক ডাকলেন মমতা
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার আদালতে হাজির হতে পারেননি জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, জেল থেকে বেরোতে পারছেন না বালু। এরপর তাঁকে ভার্চুয়াল শুনানিতে হাজির করানো হয়। শুনানি শুরু হতেই বিচারক বালুর কুশল সংবাদ নেন। জিজ্ঞেস করেন, ‘‘কী সমস্যা রয়েছে আপনার?’’ জ্যোতিপ্রিয় আর্তি করেন, ‘‘আমাকে বাঁচতে দিন।’’
২৬শে অক্টোবর ইডির হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। রেশন দুর্নীতিকান্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতে সংজ্ঞা হারানোর পর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। চিকিৎসা শেষ হলে তাঁকে ইডি হেফাজতে নিয়ে যাওয়া হয়। সেখানে জ্যোতিপ্রিয় দাবি করেন, তাঁর শরীরের বাঁ দিকটা প্যারালিসিস হয়ে যাচ্ছে। পরে আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত সেখানেই রয়েছেন তিনি।
ভার্চুয়াল শুনানিতে ‘বাঁচতে চাওয়ার’ করুণ আর্জি বালুর, পাল্টা কী বললেন বিচারক?
এদিন শুনানির শুরুতেই বিচারক প্রশ্ন করেন, ‘‘কী সমস্যা হচ্ছে আপনার? যেখানে আপনি বসে রয়েছেন, আপনার কী সমস্যা হচ্ছে? সমস্যা হলে ওঁকে নিয়ে যেতে পারেন।’’ জবাবে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘৩৫০ সুগার। হাত পা কাজ করছে না। বাঁচতে দিন।’’ পাল্টা বিচারক বলেন, “মিস্টার মল্লিক, আপনি নিজেকে যখন আইনজীবী হিসেবে দাবি করছেন, তখন নিশ্চয়ই জেল এবং কোর্টের এক্তিয়ার সম্পর্কে অবগত আছেন ধরে নেওয়া যায়। এক জন আইনজীবী হলে আপনার বুঝে যাওয়া উচিত। আপনার অসুবিধা হলে সেলে চলে যেতে পারেন।”