রাজনাথের ‘বিশাল’ জনসভায় উপস্থিত ৫০০! হতাশ বিজেপি খুঁজছে কারণ।

রাজনাথের 'বিশাল' জনসভায় উপস্থিত ৫০০! হতাশ বিজেপি খুঁজছে কারণ।
রাজনাথের 'বিশাল' জনসভায় উপস্থিত ৫০০! হতাশ বিজেপি খুঁজছে কারণ।

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় নির্বাচনের আর অপেক্ষা মাত্র হাতে গোনা কয়েকদিনের। নবান্ন দখলকে লক্ষ্য করে প্রচার চালাচ্ছে তৃণমূল বিজেপি বাম-কংগ্রেস জোট সহ সব দল। বাংলা থেকে তৃণমূলকে উচ্ছেদ করতে দফায় দফায় রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। ২১ এর নির্বাচনে প্রত্যাবররন নয়, মানুষ পরিবর্তন চায় এই মর্মে গোটা বাংলার ২৯৪ টি বিধানসভা জুড়েই চলেছে বিজেপির পরিবর্তনের রথ।

আরও পড়ুনঃ চোখের সামনে দেখবেন মেহনতি মানুষের ব্রিগেড, গুজরাট থেকে আসছেন শ্রমিক।

পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিতে রাজ্যে একাধারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ, আসছেন জে.পি.নাড্ডা, রাজনাথ সিং সহ একাধিক প্রথম সারির নেতা মন্ত্রীরা। সেই মর্মে গতকাল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে রাজনৈতিক সভা করেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, বাংলা ভারতের রাজনীতি সংস্কৃতি ও আধ্যাত্মিকতার একটি বড় কেন্দ্র। টানা ৩৪ বছর বাংলায় বাম সরকার এবং ১০ বছর টিএমসি সরকার বাংলার ঐতিহ্যকে ধ্বংস করেছে। এই মুহুর্তে বিজেপিই পারে বাংলার হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে আনতে।

কিন্তু পরিবর্তনের বার্তা দিতে এসে হিতে বিপরীত হল । সুত্র বলছে যেখানে দাঁড়িয়ে তিনি বাংলার হৃত গৌরব পুনরুদ্ধার থেকে বাংলাকে নতুন করে উজ্জীবিত করার কথা বলছিলেন, সেই সভায় লোক হয়নি মোটেই। রাজনাথ সিং-এর সভার আগে বিজেপির তরফ থেকে বলা হয়েছিল ‘বিশাল জনসভা’। কিন্তু সুত্র জানাচ্ছে সেই ‘বিসাল’ জনসভায় উপস্থিত ছিলেন মেরেকেটে ৫০০ মানুষ।

ওয়াকিবহাল মহল মনে করছে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে হওয়া এই মিছিলে এত কম লোকসংখ্যা উপস্থিত থাকায় ফের মুখ পুড়ল বিজেপি রাজ্য নেতাদের। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিংয়ের বিশাল জনসভায় বিশাল জনসমাবেশ নিশ্চিত করতে আগেই রাজ্যের বিজেপি নেতাদের সতর্ক করেছিল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। সভায় উপস্থিত ছিলেন খোদ দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির কিছু পরিচিত মুখ।

এর আগেও বিজেপির সভায় উপস্থিতির সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সাংসদ নুসরত জাহান। তিনি দাবি করেছিলেন বিজেপির সভায় লোক আনা হয় টাকার বিনিময়ে। নির্বাচনের আগের সভায় এত কম সংখ্যক মানুষের উপস্থিতি বংলায় বিজেপির অবস্থান এবং জনপ্রিয়তা নিয়ে তুলেছে প্রশ্ন। সূত্রের খবর বালুরঘাটে রাজনাথ সিংয়ের বিশাল জনসভায় জনসংখ্যা ৫০০ না পেরোনোয় শোকজ করা হতে পারে বাংলার বিজেপি নেতৃত্বকে