কুলির ভূমিকায় রাহুল গান্ধী! নিমেষে ভাইরাল কংগ্রেস নেতার কীর্তি
Rahul Gandhi as Coolie

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সক্কাল সক্কাল দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনে গিয়ে হাতে ব্যাচ বেধে, গায়ে ‘লাল’ জামা চাপিয়ে নিয়ে একেবারে পেশাদার কুলির মতো হাসিমুখে লাগেজ মাথায় তুলে নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর সঙ্গে সঙ্গে কিন্তু রাহুলের কুলি অবতারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল! নিজেদের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে রাহুলের বেশ কয়েকটি ছবিও দিয়েছে কংগ্রেস।

আরও পড়ুনঃ স্পেন থেকে দুবাই পৌঁছলেন মমতা, রাজ্যে লগ্নি আনতে একাধিক বৈঠকের প্ল্যান মুখ্যমন্ত্রীর

এর আগেও দিল্লির করোল বাগ এলাকার একটি গ্যারেজে মিস্ত্রিদের সঙ্গে বাইক সারাবার কাজে হাত লাগিয়েছিলেন রাহুল গান্ধী। তারপর হরিয়ানার সোনিপতের মাদিনা গ্রামে কৃষকদের চাষ করতে দেখে প্যান্ট গুটিয়ে নিজেই চাষ করতে নেমে পড়েছিলেন তিনি। আর এবার কুলিদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটালেন ওয়ানেড়ের সাংসদ। আসলে, রাহুল আগেও ভারত জোড়ো যাত্রার যে কথা বলেছিলেন, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষকের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। এদিনও সেরকমই উদ্যোগ নিলেন তিনি।

কুলির ভূমিকায় রাহুল গান্ধী! নিমেষে ভাইরাল কংগ্রেস নেতার কীর্তি
কুলির ভূমিকায় রাহুল গান্ধী! নিমেষে ভাইরাল কংগ্রেস নেতার কীর্তি

কংগ্রেস নিজেদের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে লিখেছে, “জননেতা রাহুল দিল্লির আনন্দ বিহার স্টেশনে কুলিদের সঙ্গে দেখা করেছেন। সেখানে গিয়ে তিনি কুলি এবং মালবাহকদের কথা শোনেন। ভারত জোড়ো যাত্রা এখনও চলছে।”

কুলির ভূমিকায় রাহুল গান্ধী! নিমেষে ভাইরাল কংগ্রেস নেতার কীর্তি
কুলির ভূমিকায় রাহুল গান্ধী! নিমেষে ভাইরাল কংগ্রেস নেতার কীর্তি

কুলির ভূমিকায় রাহুল গান্ধী! নিমেষে ভাইরাল কংগ্রেস নেতার কীর্তি

বৃহস্পতিবার আনন্দ বিহার রেলস্টেশনে গিয়ে কুলিদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাহুল গান্ধী। খোঁজ নেন তাঁদের সুবিধা অসুবিধার বিষয়ে। ‘প্রকৃত’ কুলিরাও রাহুলের হাতে ব্যাচ বেধে দেন। রাহুলও নির্দ্বিধায় কুলিদের লাল পোশাক পরে নেন। এরপর মাথায় একটি লাগেজও তুলে নেন হাসিমুখে। সব মিলিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে কিন্তু জনসংযোগের বিষয়টিকে মাথায় রেখেই যে রাহুল এগোতে চাইছেন তা আজ আরও একবার স্পষ্ট হয়ে গেল।

কুলির ভূমিকায় রাহুল গান্ধী! নিমেষে ভাইরাল কংগ্রেস নেতার কীর্তি
কুলির ভূমিকায় রাহুল গান্ধী! নিমেষে ভাইরাল কংগ্রেস নেতার কীর্তি