নজরবন্দি ব্যুরোঃ স্পেন সফর শেষ করে বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী দুবাইয়ে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের জন্য আরবেই থাকবেন তিনি। দুবাইয়ের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুনঃ স্পেনের পর গন্তব্য দুবাই, মরু শহরে বিশ্বখ্যাত সংস্থার সঙ্গে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর
স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনাতে শিল্পপতিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেশ ইতিবাচক সাড়া মিলেছে বলে সূত্রের খবর। এমনকি শেষ দিন স্পেনের কাতালোনিয়া সরকারের প্রেসিডেন্টের সঙ্গেও কথা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। নভেম্বরে কলকাতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কাতালোনিয়ার প্রতিনিধিদল পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে।
দুবাইয়েও কিন্তু একাধিক শিল্পপতিদের সঙ্গে আলোচনায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জানা গিয়েছে, শুক্রবার শিল্পগোষ্ঠী লুলু-র সঙ্গে বৈঠক হওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবারই দুবাইয়ের ‘জাফজ়া মুক্তাঞ্চল’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শনে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার তাজপুরকে দুবাইয়ের একটি বন্দরের মতো করে তৈরি করা হতে পারে।
স্পেন থেকে দুবাই পৌঁছলেন মমতা, রাজ্যে লগ্নি আনতে একাধিক বৈঠকের প্ল্যান মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, স্পেনের বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট লা-লিগার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে রাজ্য সরকারের। কিশোর ভারতী স্টেডিয়ামে লা-লিগার অ্যাকাডেমি খোলা হবে বলে জানা গিয়েছে। স্পেন থেকেই মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করবেন বলে ঘোষণা করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।