স্পেনের পর গন্তব্য দুবাই, মরু শহরে বিশ্বখ্যাত সংস্থার সঙ্গে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ব্যুরো: বাংলায় বিনিয়োগ টানতে বিদেশ সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিনেই স্পেনে বেশ কয়েকটি বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। এবার গন্তব্য দুবাই। সেখানে বিশ্বখ্যাত সংস্থার সঙ্গে বৈঠকে বসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাবতীয় কর্মসূচি শেষ করে আগামী ২৩ তারিখ কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করছে Congress? লোকসভায় কী জানালেন Sonia Gandhi?

মাদ্রিদের বাণিজ্য সম্মেলনে বক্তৃতা রাখার সময় বাংলায় এসে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বার্সেলোনায় স্পেনের সঙ্গে বাংলার আত্মিক যোগের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের বণিকমহলের সামনে শিল্পস্থাপন এবং লগ্নির জন্য বাংলার উর্বর মাটির কথা নিয়ে আসেন তিনি। তাঁর কথায়, ‘‘বাংলা এখন দেশের মধ্যে সবচেয়ে উন্নতিশীল রাজ্য। আমরাই দেশকে নেতৃত্ব দিচ্ছি। আমরাই গেম চেঞ্জার। তাই আমাদের রাজ্যে বিনিয়োগ করুন। কোনও সমস্যা হবে না। জমি থেকে যোগাযোগ, প্রশিক্ষিত শ্রমিক থেকে সরকারি সুবিধা— সবটা পাবেন।’’

স্পেনের পর গন্তব্য দুবাই, মরু শহরে বিশ্বখ্যাত সংস্থার সঙ্গে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর

বুধবার রাতে বার্সেলোনা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। আগামীকালই সেখানে পৌঁছে যাবেন। এরপর শুক্রবার দুবাইয়ের একটি শিল্প সম্মেলনে যোগ দেবেন। মরু শহরেই বিশ্বখ্যাত সংস্থা লা লা গ্রুপের সঙ্গেও বৈঠক হতে পারে মমতার। বৈঠক ও সম্মেলন শেষ হলে সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। এবার দুবাইয়ের প্রবাসী ভারতীয়রা কীভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন, তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে।

স্পেনের পর গন্তব্য দুবাই, মরু শহরে বিশ্বখ্যাত সংস্থার সঙ্গে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর

 

উল্লেখ্য, মমতার এই স্পেন সফরের মূল উদ্দেশ্য দু’টি। বাংলার ফুটবলের উন্নতি এবং রাজ্যে লগ্নি আনা। মঙ্গলবার ছিল স্পেন সফরে সপ্তম দিন। মাদ্রিদে চার দিন ছিলেন। গত রবিবার বার্সেলোনায় যান। এরপর গতকাল শিল্প সম্মেলনে যোগ দেন মুখ্যমন্ত্রী

স্পেনের পর গন্তব্য দুবাই, মরু শহরে বিশ্বখ্যাত সংস্থার সঙ্গে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর

স্পেনের পর গন্তব্য দুবাই, মরু শহরে বিশ্বখ্যাত সংস্থার সঙ্গে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর
স্পেনের পর গন্তব্য দুবাই, মরু শহরে বিশ্বখ্যাত সংস্থার সঙ্গে বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রীর