নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার লোকসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। সেদিনই কংগ্রেস জানিয়েছিল, এই বিল আসলে তাঁদের শাসন কালে আনা। সেক্ষেত্রে উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। যদিও তা মানতে নারাজ কেন্দ্রের বর্তমান শাসক দল। বুধবার অবশ্য কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী বিলটিকে সমর্থন জানালেন। তবে, সঙ্গে জুড়ে দিলেন কয়েকটা কথা।
সনিয়া আজ বলেন, “কংগ্রেস এই বিলকে সমর্থন করে। বিলটি পাস হওয়ায় আমরা খুশি। কিন্তু আমরা এই নিয়ে উদ্বিগ্ন। আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ভারতীয় মহিলারা গত ১৩ বছর ধরে তাদের রাজনৈতিক দায়িত্বের জন্য অপেক্ষা করছেন। এখন তাদের আরও কয়েক বছর অপেক্ষা করতে বলা হচ্ছে। কত বছর? ভারতীয় মহিলাদের সাথে এই আচরণ কি উপযুক্ত? কংগ্রেস দাবি করেছে যে বিলটি অবিলম্বে কার্যকর করা হোক। সঙ্গে জাতিশুমারিও করা উচিত এবং এসসি, এসটি এবং ওবিসি মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা করা উচিত।”

প্রসঙ্গত, মঙ্গলবার মহাসমারোহের সঙ্গে লোকসভায় মহিলা সংরক্ষণ বিলটি পাশ করে কেন্দ্র সরকার। বিলটি পাশ করেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এই বিলটি কী বলছে? এখন থেকে বিধানসভা ও লোকসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। অর্থাৎ, তিন জন প্রার্থীর মধ্যে একজন মহিলা হওয়া আবশ্যক।
VIDEO | “On behalf of the Congress party, I stand in support of the ‘Nari Shakti Vandan Adhiniyam 2023’ (Women’s Reservation Bill),” says Congress Parliamentary Party chairperson Sonia Gandhi in Lok Sabha. #ParliamentSpecialSession #WomenReservationBill pic.twitter.com/PleDuO1x6I
— Press Trust of India (@PTI_News) September 20, 2023
মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করছে Congress? লোকসভায় কী জানালেন Sonia Gandhi?

কিন্তু আসল কথাটা হল, এক্ষুনি এই বিলটি কার্যকর হচ্ছে না। আসন পুনর্বিন্যাসের পরেই বিলটি কার্যকর হবে। নিয়ম অনুযায়ী আবার, আসন পুনর্বিন্যাসের আগে জনগণনা হওয়া প্রয়োজন। এদিকে জনগণনা হবার কথা আগামী বছর লোকসভা নির্বাচনের পরে। অর্থাৎ এই বিল কার্যকর হতে পারে ২০২৯ লোকসভায় এবং তার আগে বিভিন্ন রাজ্যের বিধানসসভায়। তাই বিরোধীরা কটাক্ষ করে এই বিলকে ‘আবার নির্বাচনী জুমলা’ বলে চিহ্নিত করেছে।
বিরোধীদের আর বক্তব্য, যেহেতু মহিলাদের বিজেপির প্রতি ভরসা উঠে গিয়েছে এবং বিজেপি আসলে একটি নারী বিরোধী দল তা ঢাকতেই এই ধরনের বিল এনে মহিলাদের মন জয় করার চেষ্টা করছে কেন্দ্র সরকার। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিল প্রসঙ্গে বলেছেন, “মহিলা সংরক্ষণ বিল আগেও পেশ করা হয়েছে। কিন্তু পাশ করানো হয়নি। ভগবান হয়তো এটা করার জন্য আমায় বেছে নিয়েছেন। মা-বোনেদের আশ্বস্ত করছি। এই বিলকে আইনে পরিণত করার জন্য আমরা সংকল্পবদ্ধ।’’
