সংবিধানের প্রস্তাবনা থেকে বাদ 'ধর্মনিরপেক্ষ' ও 'সমাজতান্ত্রিক' শব্দদ্বয়? প্রতিবাদে Congress
'secular' and 'socialist' excluded from the proposal of the constitution? Congress in protest

নজরবন্দি ব্যুরোঃ নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনই নতুন ‘বিতর্ক’ উস্কে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর দাবি, নতুন ভবনে সংসদের যে সংবিধানের কপি দেওয়া হয়েছে সেখানে নাকি ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দদ্বয় বাদ দেওয়া হয়েছে। আর এই বিষয়টি নিয়ে বুধবার সংসদ ভবনের বাইরে প্রতিবাদ জানায় কংগ্রেস। প্রতিবাদে অধীরের সঙ্গে সামিল হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল, বাংলার শিক্ষাব্যবস্থা নিয়ে রিপোর্ট পেশ বোসের

সোমবার থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হয়েছে। মঙ্গলবার পুরনো সংসদ ভবন ছেড়ে নতুন সংসদ ভবনে অধিবেশন স্থানান্তরিত করা হয়। নতুন সংসদ ভবনে অধিবেশন শুরুর উপহার হিসাবে সকল সাংসদদের সংবিধানের একটি কপি, স্ট্যাপ ও কয়েন দেওয়া হয়েছিল। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও এই উপহার পান। সেই সংবিধানের কপিতেই ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দ দুটিকে রাখা হয়নি বলে অভিযোগ করেছেন প্রদেশ সংগ্রেস সভাপতি।

সংবিধানের প্রস্তাবনা থেকে বাদ 'ধর্মনিরপেক্ষ' ও 'সমাজতান্ত্রিক' শব্দদ্বয়? প্রতিবাদে Congress
সংবিধানের প্রস্তাবনা থেকে বাদ ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দদ্বয়? প্রতিবাদে Congress

অধীর রঞ্জন জানিয়েছেন, তিনি মঙ্গলবার অধিবেশন চলাকালীন এই বিষয়টি নিয়ে মুখ খুলতে চাইলে তাঁকে বলতে বাধা দেওয়া হয়। এরপর বুধবার বিষয়টি নিয়ে সরব হন কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী ও অধীর রঞ্জন। উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও।

সংবিধানের প্রস্তাবনা থেকে বাদ 'ধর্মনিরপেক্ষ' ও 'সমাজতান্ত্রিক' শব্দদ্বয়? প্রতিবাদে Congress

বুধবার অধিবেশন শুরুর আগে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “আমি যখন সংবিধান পড়ছিলাম তখন এই দুটো শব্দ খুঁজে পাইনি। পরে নিজে থেকেই জুড়ে দিয়েছি এই দুটি শব্দ। ১৯৭৬ সালে তো সংশোধন করে শব্দগুলো যোগ করা হয়েছিল। এই আচরণ থেকেই বোঝা যায়, বর্তমানে সংকটে পড়েছে সংবিধান। ইচ্ছাকৃতভাবে সংবিধান পালটে দেওয়ার চেষ্টা চলছে।”

সংবিধানের প্রস্তাবনা থেকে বাদ ‘ধর্মনিরপেক্ষ’ ও ‘সমাজতান্ত্রিক’ শব্দদ্বয়? প্রতিবাদে Congress

সংবিধানের প্রস্তাবনা থেকে বাদ 'ধর্মনিরপেক্ষ' ও 'সমাজতান্ত্রিক' শব্দদ্বয়? প্রতিবাদে Congress

তবে কেন্দ্রের তরফে বলা হয়েছে, প্রথম সংবিধানেও এই শব্দ দুটি ছিল না। তার কপিই দেওয়া হয়েছে সাংসদদের। যদিও এ নিয়ে এখনও অধিবেশনে কোনও আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখনও পর্যন্ত কিছু মন্তব্য করেননি।