রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল, বাংলার শিক্ষাব্যবস্থা নিয়ে রিপোর্ট পেশ বোসের
CV Anand Bose meet with Droupadi Murmu

নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে নয়াদিল্লিতে দেখা করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি ভবন অর্থাৎ রাইসিনা হিলে দু’জনের সাক্ষাৎ হয়েছে। সূত্রের খবর, বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি রিপোর্ট দ্রৌপদী মুর্মুর কাছে পেশ করেছেন সিভি আনন্দ বোস।

আরও পড়ুনঃ হাজিরার দিন সব নথি জমা দেননি নুসরত, ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে অভিনেত্রীকে কী নির্দেশ ইডির

দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে বাংলায় শিক্ষার উন্নতি ও বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্ত্বশাসনের পক্ষে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে রাষ্ট্রপতিকে একটি রিপোর্ট পেশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, বাংলায় শিক্ষার উন্নতির জন্য রাজ্যপাল কী কী পদক্ষেপ করেছেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসনের জন্য কী কী পদক্ষেপ করেছেন, সে সবেরই বর্ণনা দেওয়া রয়েছে এই রিপোর্টে।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল, বাংলার শিক্ষাব্যবস্থা নিয়ে রিপোর্ট পেশ বোসের

প্রসঙ্গত, দিনচারেক আগেই স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি তৈরি করে দেওয়ার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার, আচার্য এবং ইউজিসি-কে ৩-৫ জন বিশিষ্ট ব্যক্তির নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয় ওই নির্দেশে। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নাম পাঠানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল, বাংলার শিক্ষাব্যবস্থা নিয়ে রিপোর্ট পেশ বোসের

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল, বাংলার শিক্ষাব্যবস্থা নিয়ে রিপোর্ট পেশ বোসের

ফলে, রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে রাষ্ট্রপতির সঙ্গে বোসের সাক্ষাৎ কিন্তু নতুন করে জল্পনা উস্কে দিচ্ছে। এখন, আগামী পাঁচ দিনের মধ্যে রাজ্য এবং আচার্য অর্থাৎ রাজ্যপালের তরফে কার কার নাম সুপারিশ করা হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল, বাংলার শিক্ষাব্যবস্থা নিয়ে রিপোর্ট পেশ বোসের
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাজ্যপাল, বাংলার শিক্ষাব্যবস্থা নিয়ে রিপোর্ট পেশ বোসের