কুলির পর এবার ছুতোরের ভূমিকায়! লোকসভার আগে জনসংযোগের চেষ্টায় ব্রতী রাহুল
Rahul Gandhi as a carpenter

নজরবন্দি ব্যুরোঃ দিন সাতেক আগেই দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে গিয়ে কুলিদের লাল জামা গায়ে চাপিয়ে হাতে ব্যাজ পড়ে মাথায় সুটকেস তুলে নিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আর আজ দিল্লির কীর্তিনগর এলাকায় রাহুলকে দেখা গেল ছুতোরের ভূমিকায়! নিমেষের মধ্যে ভাইরালও হয়েছে সেই ছবি। লোকসভার আগে কিন্তু জনসংযোগ বাড়াতে সব রকম পদক্ষেপ নিচ্ছেন সনিয়া পুত্র এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুনঃ ইডির স্ক্যানারে বন্দ্যোপাধ্যায় পরিবার, এবার অভিষেকের বাবা-মাকে তলব এজেন্সির

নানান সময়ে নানান অবতারে রাহুল গান্ধীকে দেখতে কমবেশি সকলেই অভ্যস্ত। এর আগেও দিল্লির করোল বাগ এলাকার একটি গ্যারেজে মিস্ত্রিদের সঙ্গে বাইক সারাবার কাজে হাত লাগিয়েছিলেন রাহুল গান্ধী। তারপর হরিয়ানার সোনিপতের মাদিনা গ্রামে কৃষকদের চাষ করতে দেখে প্যান্ট গুটিয়ে নিজেই চাষ করতে নেমে পড়েছিলেন তিনি। সাত দিন আগেই কুলিদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটান ওয়ানেড়ের সাংসদ। আসলে, রাহুল আগেও ভারত জোড়ো যাত্রার যে কথা বলেছিলেন, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষকের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তিনি। এদিনও কাঠের মিস্ত্রিদের কাজে হাত লাগিয়ে সেরকমই উদ্যোগ নিলেন তিনি।

কুলির পর এবার ছুতোরের ভূমিকায়! লোকসভার আগে জনসংযোগের চেষ্টায় ব্রতী রাহুল
কুলির পর এবার ছুতোরের ভূমিকায়! লোকসভার আগে জনসংযোগের চেষ্টায় ব্রতী রাহুল

আর এই বিষয়টি নিয়ে নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে রাহুল গান্ধী লিখেছেন, “আজ আমি কীর্তিনগরে এশিয়ার বৃহত্তম আসবাবের বাজারে গিয়েছিলাম। সেখানে ছুতোর ভাইদের সঙ্গে দেখা করি। শুধু পরিশ্রমীই নন, এই কর্মীরা ভালো শিল্পীও বটে। নিজেদের হাতের জাদুতে সৌন্দর্যের জন্ম দেয়। অনেকক্ষণ কথা বললাম। তাঁদের কাজ শেখা এবং করার চেষ্টাও করলাম।”

কুলির পর এবার ছুতোরের ভূমিকায়! লোকসভার আগে জনসংযোগের চেষ্টায় ব্রতী রাহুল
কুলির পর এবার ছুতোরের ভূমিকায়! লোকসভার আগে জনসংযোগের চেষ্টায় ব্রতী রাহুল

কুলির পর এবার ছুতোরের ভূমিকায়! লোকসভার আগে জনসংযোগের চেষ্টায় ব্রতী রাহুল

লোকসভার আগে সময় খুব সীমিত। তার আগে একাধিক জনসংযোগমূলক কর্মসুচিতে অংশ নিচ্ছেন রাহুল গান্ধী। এরপর সরাসরি প্রচারে নামার পালা। এরই মধ্যে সিপিএই-এর তরফে রাহুলকে ওয়েনাড় থেকে না দাঁড়ানোর জন্য আবেদন করা হয়েছে। কারণ, রাহুলের জনপ্রিয়তায় আগের বারের লোকসভায় মাত্র ১টা আসন জিততে পেরেছিল বামেরা। সেখানে কংগ্রেস জেতে ১৫টা আসন। তাও বাম অধ্যুষিত কেরলে! ফলে, রাহুল গান্ধী যে এখনও জনপ্রিয়তা হারাননি তা আজও ছবি ভাইরালের পর আরও একবার প্রমাণিত।

কুলির পর এবার ছুতোরের ভূমিকায়! লোকসভার আগে জনসংযোগের চেষ্টায় ব্রতী রাহুল
কুলির পর এবার ছুতোরের ভূমিকায়! লোকসভার আগে জনসংযোগের চেষ্টায় ব্রতী রাহুল