নজরবন্দি ব্যুরোঃ লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেদিন ডাকা হয়েছে তার কয়েক দিন পরেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে এই দু’জনকে। তাঁদেরকেও সমস্ত সম্পত্তির হিসাব সংক্রান্ত নথি নিয়ে যাবার কথা বলা হয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর।
আরও পড়ুনঃ ফের অভিষেককে তলব করল ED, দিল্লিতে ধর্নার দিনেই হাজিরার নির্দেশ
প্রসঙ্গত, আগামী ৩রা অক্টোবর ফের একবার লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় হাজিরা দেবার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি। সেদিনই আবার দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে বাংলার বকেয়া নিয়ে ঘেরাও অভিযানের পরিকল্পনা রয়েছে তৃণমূলের। ফলে, সেই দিনেই ইডি তলব করায় আবারও যেন বিতর্ক সৃষ্টি হয়েছে। আর এই তলবের বিষয়টি নিয়ে নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, “আমাকে আজ আবার নোটিস পাঠিয়েছে ইডি। আগামী ৩রা অক্টোবর হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সেদিন আমার দিল্লিতে কর্মসূচি রয়েছে। আবারও প্রমাণ হয়ে গেল ইডি কতটা নিরপেক্ষ! বোঝা যাচ্ছে কারা আসলে ভীত এবং সন্ত্রস্ত।”
Now, today yet again they have served me another summons to appear before them on a day when the protest agitation for West Bengal’s rightful dues is scheduled in Delhi on 3rd Oct. This stark revelation unequivocally exposes those who are truly perturbED, rattlED and scarED! pic.twitter.com/ysAy3qhqOu
— Abhishek Banerjee (@abhishekaitc) September 28, 2023
প্রসঙ্গত, এর আগে ১৩রা সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। সেদিনও ‘ইন্ডিয়া’ জোটের প্রথম সমন্বয় বৈঠকে না গিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তৃণমূল নেতা। প্রায় ৯ ঘন্টা ধরে ম্যারাথন জেরা চলে সেখানে। এবার ফের একবার কর্মসূচির দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সমস্ত নথি নিয়ে তাঁকে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দিল্লিতে কর্মসূচি নাকি সিজিও কমপ্লেক্সে হাজিরা? অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করবেন তা নিয়ে কিন্তু বিস্তর জল্পনা শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে।
ইডির স্ক্যানারে বন্দ্যোপাধ্যায় পরিবার, এবার অভিষেকের বাবা-মাকে তলব এজেন্সির
আসলে, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় ইডির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত নথি কলকাতা হাইকোর্টে জমা দেবার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু প্রথমে ইডির তরফে যে নথি পেশ করা হয়েছিল তাতে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি। সেই মামলার পরবর্তী শুনানি ২৯শে সেপ্টেম্বর। সেই কারণেই অভিষেকের বাবা ও মাকে সমস্ত সম্পত্তির নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তবে, ২৯শে সেপ্টেম্বরেই পরেই তাঁদের হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে বলা জানা যাচ্ছে। সেক্ষেত্রে আদালতে সপত্তির খতিয়ান দিতে এখনও কিছু দিন সময় চেয়ে নিতে পারে ইডি বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।
