নজরবন্দি ব্যুরোঃ আশঙ্কাজনক প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভরতি করানো হল ইউএম মেহতা হাসপাতালে। হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন তিনি। বার্ধক্যজনিত সমস্যার কারণে শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ৯৯ বছর বয়স তাঁর। সূত্রের খবর, প্রধানমমন্ত্রী তাঁর মাকে দেখতে ওই হাসপাতালে যেতে পারেন।
আরও পড়ুনঃ Partha Chaterjee: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠদের তলব, বিরাট পদক্ষেপ সিবিআইয়ের
বুধবার সকালে আচমকা শ্বাসকষ্ট শুরু হয় প্রধানমন্ত্রীর মায়ের। এরপরই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর একে একে গুজরাটের বিধায়কেরা পৌঁছচ্ছেন সেখানে। শেষ গত ৪ ডিসেম্বর গুজরাটের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করেছিলেন মোদী। তবে হাসপাতালে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রধানমন্ত্রী আসতে পারেন।

বেশ গুরুতর সময় চলছে নরেন্দ্র মোদীর। পরিবারের ওপর নেমে আসছে একাধিক কোপ। সম্প্রতি, বিরাট সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মাইসুরু থেকে বান্দিপোরা যাওয়ার পথে কাদাকোলার কাছে। এই ঘটনায় গুরুতর আহত হন তিনি৷ এই মুহুর্তে তিনিও রয়েছেন হাসপাতালে। গাড়িতে ছিলেন প্রহ্লাদ মোদির স্ত্রী, পুত্র ও পুত্রবধূ৷ তবে সকলেই বিপদমুক্ত বলে জানা গেছে৷
আশঙ্কাজনক প্রধানমন্ত্রীর মা, উদ্বিগ্ন নরেন্দ্র মোদী
ইউএম মেহতা হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে মোদীর মায়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে প্রধানমন্ত্রীর তরফে এখনও কোন বিবৃতি দেওয়া হয়নি। তবনে একাধিক দুর্যোগে তিনি যে কার্যত অনেকটাই বিপন্ন তাতে সন্দেহ নেই।