নজরবন্দি ব্যুরো: ভয়ানক দুর্ঘটনার দুঃস্বপ্নকে পিছনে ফেলে ২২ গজে প্রত্যাবর্তনের পথে রয়েছেন ঋষভ পন্ত। তারকা ক্রিকেটার সম্ভবত ২০২৪ আইপিএল খেলতে পারেন। এবং দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্বও দিতে পারেন।
আরও পড়ুন: বিয়ে করছেন সারা-শুভমন? পরিকল্পনা ফাঁস করলেন আর এক খেলোয়াড়
গত কাল এই কথা সাফ জানালেন দিল্লি টিমের ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন যে, পন্ত ভালো জায়গায় রয়েছেন এবং আসন্ন ২০২৪ আইপিএল মরশুমে তিনি প্রত্যাবর্তন করতে পারেন।
২০২২ ডিসেম্বরের শেষে পনতের গাড়ি দুর্ঘটনা এখনও আতঙ্কের স্মৃতি হয়ে রয়েছে। যে দুর্ঘটনা তারকা উইকেটকিপার ব্যাটারকে প্রায় বছর খানেক ২২ গজ থেকে দূরে সরিয়ে রেখেছে। যদিও ঋষভ পন্ত তাঁর বাকি দিল্লি ক্যাপিটালস সতীর্থদের সঙ্গে প্রশিক্ষণ করেননি।
২৪ আইপিএল এ দিল্লিকে নেতৃত্ব দেবেন পন্থই, জানালেন সৌরভ
তবে তিনি অনুশীলনে হাজির হয়ে সতীর্থদের সঙ্গে সময় কাটান। কথা বলতে দেখা যায় কোচ রিকি পন্টিং এবং ক্রিকেট ডিরেক্টর সৌরভে সঙ্গে।