বিয়ে করছেন সারা-শুভমন? পরিকল্পনা ফাঁস করলেন আর এক খেলোয়াড়
Sara-Shubman is getting married?

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেটের জগতের অন্যতম ক্রিকেটার শুভমান গিল। বর্তমানে যে সমস্ত তরুণ খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় শুভমান। আর সব থেকে বেশি চর্চিত হচ্ছে তার প্রেম কাহিনী। বেশ কিছু বছর ধরেই জল্পনা রয়েছে তার আর শচীন তেন্ডুলকারের মেয়ের প্রেম নিয়ে। যদিও তারা কখনো এই কথা প্রকাশ্যে স্বীকার করেননি। তবে তারা যে ডেট করছে সেই প্রমাণ বেশ কিছু বার পাওয়া গিয়েছে। এবার আরেক খেলোয়াড় তাদের প্রেমের খবর ভাস করলেন। তারা নাকি বিয়ে করতে চলেছেন।

আরও পড়ুনঃ সেনাবাহিনীতে টোটা রায় চৌধুরী! আসছে নতুন বলিউড ছবি ‘দিলার’

বেশ কিছু বছর ধরে সারা এবং শুভমনকে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে। অবশ্যই ঘনিষ্ঠতা সমাজমাধ্যমে। সারার বেশ কিছু পুরনো ছবিতে ক্রিকেটার কমেন্ট করেছেন। এমনকি শুভমনেরও বেশ কিছু পুরনো ছবিতে সারা কমেন্ট করেছেন। নিয়ম মেনে তারা একে অপরকে জন্মদিনের উইশ ও করেন। এমনকি শুভমন গিলের খেলা দেখতে সারা মাঠেও আসেন। তার মুখে রঙ্গে ভঙ্গি দেখে বোঝাই যায় তিনি খেলা দেখতে কতটা উৎসাহী। এবং তার জেতা হারার ওপর তার খুশি নির্ভরশিল।

বিয়ে করছেন সারা-শুভমন? জল্পনা তুঙ্গে   
বিয়ে করছেন সারা-শুভমন? জল্পনা তুঙ্গে   এতদিনেই প্রেম পর্ব আড়ালে চললেও এবার এক ক্রিকেটার এই কথা ফাঁস করে দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে চিরাগ সুরিকে জিজ্ঞেস করা হয়। এরপরে কোন ক্রিকেটার আপনার মতে বিয়ে করতে চলেছেন? এর উত্তরে তিনি সরাসরি জবাব দেন। বলেন এর পরবর্তীতে বিয়ের পিঁড়িতে বসতে পারেন শুভমন গিল। এমন কি তিনি ছাড়া কে বিয়ে করবেন এই কথাও তিনি বলে ফেলেন।

 

বিয়ে করছেন সারা-শুভমন? জল্পনা তুঙ্গে 

Sara Tendulkar-Shubman Gill: বিয়ে করছেন সারা-শুভমন? পরিকল্পনা ফাঁস করলেন আর এক খেলোয়াড়

এই ঘটনাটি প্রকাশে আসতেই জোর জল্পনা শুরু হয়। তোলপাড় হয়ে যায় ক্রিকেট জগত থেকে শুরু করে বিনোদন জগত। এই ঘটনাটি প্রকাশ্যে আসতে শুভমন যে বেজায় চটেছে তা বোঝাই যাচ্ছে। ক্রিকেটের কে তিনি ইন্সটাগ্রাম থেকে আনফলোও পর্যন্ত করে দিয়েছেন। তবে এখনো অব্দি এই বিষয়ে মুখ খোলেননি তিনি।