সেনাবাহিনীতে টোটা রায় চৌধুরী! আসছে নতুন বলিউড ছবি ‘দিলার’
Tota's new Bollywood film 'Dilaar' is coming

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে চর্চার প্রায় শীর্ষে উঠে এসেছে টলিউড অভিনেতা টোটা রায় চৌধুরী। টলিউডের এই জনপ্রিয় অভিনেতা এবার কাঁপাচ্ছেন বলিউডও। করণ জোহার পরিচালিত রকি ও রানী কি প্রেম কাহানি ছবিতে অভিনেতাকে এক বিশেষ ভূমিকা দেখতে পাওয়া গিয়েছিল। এবার আরও এক বলিউড ছবিতে তিনি অভিনয় করতে চলেছেন। আজকেই প্রকাশ্যে এসেছে তার ফার্স্ট লুক।

আরও পড়ুনঃ প্রসেনজিতের পরিচালনায় এবার কঙ্গনা! কোন ছবি জানেন?

তবে এই ছবির মাধ্যমে টোটা রায় চৌধুরী আরো এক স্বপ্ন পূরণ হলো। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে অভিনেতা জানিয়েছিলেন যে তিনি ছোট থেকেই সেনাবাহিনীতে যোগ দিতে চাইতেন। কিন্তু ভাগ্যক্রমে তার আর সেই স্বপ্ন পূরণ হয়নি। এরপর তিনি অভিনয় জগতে আসেন। এই ছবির মাধ্যমে তার ছোটবেলার স্বপ্নপূরণ হল বলা চলে। একবার পর্দাতেই টোটা রায়চৌধুরীকে সেনাবাহিনীর চরিত্রে দেখা যাবে।

সেনাবাহিনীতে টোটা রায় চৌধুরী! আসছে নতুন ছবি? 
সেনাবাহিনীতে টোটা রায় চৌধুরী! আসছে নতুন ছবি? 

এই চরিত্রটি করতে পেরে অভিনেতা বেজায় খুশি। নিজেই নিজের সমাজ মাধ্যমে সেই ফার্স্ট লুক সবার সাথে শেয়ার করেছেন। অনুরাগীরাও টোটা রায় চৌধুরীকে এই নতুন লুকে পেয়ে বেশ খুশি। আগে আমরা যেভাবে অভিনেতাকে দেখে অভ্যস্ত, সেই লুক একেবারে পাল্টে ফেলেছে। অভিনেতা দাঁড়িয়ে থেকে গোঁফ থেকে শুরু করে চুল সব কিছুই একেবারে ছোট হয়ে গেছে। যেমনটা আমরা সেনাবাহিনীতে দেখতে পারি। টোটা যখনই কোন চরিত্রে অভিনয় করে নিজে সবটুকু উজাড় করে দেয়। এবারেও যে তার অন্যটা হবে না ফাস্ট লুকেই সেই চমক পাওয়া গেল। এই মুহূর্তে কুনাল দেশমুখের দিলার ছবির শুটিং চলছে।

সেনাবাহিনীতে টোটা রায় চৌধুরী! আসছে নতুন ছবি? 

Bollywood: সেনাবাহিনীতে টোটা রায় চৌধুরী! আসছে নতুন বলিউড ছবি ‘দিলার’

এই ছবিতে খুব সম্ভবত সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলী খানকে দেখতে পাওয়া যাবে। এই মুহূর্তে শুটিং শুরু হয়ে গিয়েছে এবং জোর কদমে সেই প্রস্তুতি চলছে। টোটার ছবি দেখেই বোঝা যাচ্ছে কোন ঘন অরণ্য নেই ছবির শুটিং চলছে এই মুহূর্তে। অনুরাগীরা ইতিমধ্যেই কৌতুহলী এবং উৎসাহিত কবে এই ছবি আমাদের সামনে আসবে। আশা করা যাচ্ছে পরের বছরই এই ছবি আমরা দেখতে পাব।