প্রসেনজিতের পরিচালনায় এবার কঙ্গনা! কোন ছবি জানেন?
Prosenjit directed by Kangana!

নজরবন্দি ব্যুরো: বিনোদন দুনিয়ায় এল চমকে দেওয়ার মতো খবর। জানা যাচ্ছে, হিন্দিতে ‘নটী বিনোদিনী’ বানাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেই ছবিতে নাকি প্রসেনজিতের ‘বিনোদিনী’ হচ্ছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। কি খবরটা শুনে চমকে গেলেন তো? হ্যাঁ, চমকে যাওয়ার মতোই খবর বটে।

আরও পড়ুন: শ্রাবন্তী ‘সরল মানুষ’, তাই বারবার ঠকে যায়, মুখ খুললেন ‘দেবী চৌধুরাণী’র পরিচালক

তবে এবার বুম্বাদা কিন্তু অভিনেতা নন। তিনি এবার পরিচালক। হাঁ ঠিকই শুনছেন। দীর্ঘদিন পর পরিচালনায় ফিরছেন প্রসেনজিত। আসলে ‘নটী বিনোদিনী’র ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। বাঙালি পরিচালক প্রদীপ সরকারের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছিল অভিনেত্রীর, তিনি রাজিও হয়েছিলেন।

প্রসেনজিতের পরিচালনায় এবার কঙ্গনা! কোন ছবি জানেন?

কিন্তু হটাৎ করে মারা যান পরিচালক প্রদীপ সরকার। এবার সেই ছবিই প্রসেনজিতের হাতে এসেছে। পরিকল্পনা মাফিক আগামী বছরেই তিনি শুরু করবেন পরিচালনার কাজ। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অঞ্জন চট্টোপাধ্যায়। তবে এই বিষয়ে এখনও অনুষ্ঠানিকভাবে কিছু জানানি প্রসেনজিৎ।

প্রসেনজিতের পরিচালনায় এবার কঙ্গনা! কোন ছবি জানেন?

প্রসেনজিতের পরিচালনায় এবার কঙ্গনা! কোন ছবি জানেন?

তবে সূত্রের খবর প্রসেনজিৎ যে ছবিটি বানাচ্ছেন সেটি প্রযোজনা করার কথা রয়েছে বিখ্যাত রেস্তোরাঁ ব্যবসায়ী অঞ্জন চট্টোপাধ্যায়ের। আর এই ছবির হাত ধরেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালনায় ফিরছেন। আর সব থেকে বড় খবর এই ‘নটী বিনোদিনী’র শ্যুটিং নাকি কলকাতাতেই হবে।

প্রসেনজিতের পরিচালনায় এবার কঙ্গনা! কোন ছবি জানেন?