নজরবন্দি ব্যুরোঃ শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাকে নিয়ে চর্চা বরাবরই আঁকাশ ছোঁওয়া। তবে প্রফেশনাল জীবনের থেকে ব্যাক্তিগত জীবনে তার চর্চা খুব বেশী। কারন তার ইতিমধ্যে তিন থেকে চারটে বিয়ে হয়ে গিয়েছে। তবে ইন্ডাস্ট্রিতে অনেক মানুষ বলেন তিনি নাকি খুব সরল মানুষ। সেই জন্যই নাকি তাকে বারবার ঠকতে হয়। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ‘দেবী চৌধুরাণী’র পরিচালক।
আরও পড়ুনঃ কঙ্গনার রাজনীতিতে প্রবেশের জল্পনাতে শিলমোহর? উঠে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য
এই মুহূর্তে শ্রাবন্তী ‘দেবী চৌধুরাণী’র কাজ নিয়ে ব্যস্ত। সেই ছবি নিয়ে জোরকদমে চলছে প্রশিক্ষণ। এখনও পর্যন্ত শুরু হয়নি ছবির শুটিং। জানা যাচ্ছে আগামী মাস থেকে ছবির কাজ শুরু হবে। তাই আগে থেকেই ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র অভিনেত্রীকে পাখি পড়ার মত সবটা শেখাচ্ছে। এবার তিনি অভিনেত্রীকে নিয়ে মুখ খুললেন।
পরিচালক জানান, শ্রাবন্তী নাকি খুব দুর্বল মনের মানুষ। তিনি এও জানান অভিনেত্রী ভীষণ ইমোশনাল। তবে একেবারেই তিনি বোকা নন। ভীষণ স্মার্ট তিনি। একথাও তিনি উল্লেখ করেন। তবে আবেগ বেশী হওয়ার কারনে তিনি লোককে খুব সহজে বিশ্বাস করে ফেলেন।
শ্রাবন্তী ‘সরল মানুষ’, মুখ খুললেন পরিচালক?
প্রসঙ্গত উল্লেখ্য, শ্রাবন্তী কাজ শুরু করে মাত্র ১৬, ১৭ বছর থেকে। প্রথম ছবি করার পরেই তিনি সেই বয়েসেই বিয়ে করে ফেলেন। পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সাথে তার বিয়ে হয়। তাদের ছেলে অভিমন্যু। ২০১৬ তে তাদের বিচ্ছেদের পর ছেলে অভিনেত্রীর সাথেই থাকে। রাজীবের সাথে বিয়েকে তিনি তার নিজের ছোটবেলার ভুল হিসেবে অনেকবার শিকার করেছিলেন। এরপর তিনি ২০১৯ সালে ফের রোশন সিংকে বিয়ে করেন। যদিও সেই বিয়েও টেকেনি। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর আরও একটি বিয়ে হয় তার। সেই বিয়েও টেকেনি। এই কারনে শ্রাবন্তির চরিত্রের দিকেও বারবার প্রশ্ন উঠেছিল।