নজরবন্দি ব্যুরোঃ বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। কেরিয়ারের প্রথমদিকে অভিনেত্রী তার অনুরাগীদের বেশ ভালো ভালো ছবি উপহার দিলেও। শেষ কিছু বছর ধরে তার প্রায় সব ছবিই বক্সঅফিসে ভরাডুবি। তেজস সম্প্রতি তার উদাহরণ। বক্সঅফিসে রীতিমত মুখ থুবড়ে পরে এইছবি। ফলে এবার অভিনয়কে ভুলে রাজনীতিতে পা বাড়াচ্ছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ শহরের উল্লেখযোগ্য প্রেক্ষাগৃহ নবীনা এবং স্টার ‘টাইগার ৩’ দেখাতে ইচ্ছুক নয়, কেন?
কিছুদিন আগে কঙ্গনা প্রকাশ্যে মন্তব্য করেন শ্রীকৃষ্ণের কৃপায় তার সাথে থাকলে তিনি নাকি রাজনীতিতেও পা বাড়াতে রাজি। অভিনেত্রীর করা এই মন্তব্য সামনে আসতেই শুরু হয় জোর জল্পনা। তবে কী সত্যি সত্যি রাজনীতিতে আসতে চলেছেন তিনি? তবে কি ২০২৪ সালে লোকসভা নির্বাচনেই আত্মপ্রকাশ করবেন কঙ্গনা?
কঙ্গনার রাজনীতিতে প্রবেশের ঘটনা সামনে আসাতেই তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন হিমাচল প্রদেশের কংগ্রেস নেত্রী। তিনি বলেছিলেন তিনি যদি জিততে পারেন তো দাঁড়াক ভোটে। কাউকে ভয় পাননা তিনি।

কঙ্গনার ঘনিষ্ঠমহল সুত্রে জানা যাচ্ছে কঙ্গনা নাকি ইতিমধ্যেই নিজেকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছে। ২০২৪ এর লোকসভা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এবার কবে কঙ্গনা অনুরাগীরা সুখবর পাবে? সেই অপেক্ষার প্রহর গুনছে অনুরাগীরা।
কঙ্গনার রাজনীতিতে প্রবেশের জল্পনাতে শিলমোহর? সামনে এলো নয়া তথ্য
তবে কিছুদিন আগে শোনা গিয়েছিল তেজসের অসফলতার পর তিনি নাকি নিজেকে আরও ভালো ভাবে প্রস্তুত করছে পরবর্তী ছবির জন্য। ২০২৪ সেই নাকি তার পরবর্তী ছবি আসতে পারে। তবে রাজনীতিতে পা দেওয়ার জল্পনা আসতেই তিনি কি অভিনয়ের জন্য সময় পাবেন এই প্রশ্ন অনুরাগীদের মাথায় ঘুরছে।