এশিয়া কাপে জঘন্য পারফরম্যান্স, বিশ্বকাপের দল নিয়ে ঘোর সঙ্কটে পাকিস্তান
Pakistan is confused about World Cup team selection

নজরবন্দি ব্যুরোঃ শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। ফাইনাল খেলাও হয়নি। তার ওপর ভারত এশিয়া কাপ জেতায় আরও চাপ বাড়ছে পাক অধিনায়ক বাবর আজমের ওপর। দেশের ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ বাবরের অপসারণ দাবি করছেন। অন্যদিকে, চোটের সমস্যা রয়েছে দলের কয়েক জনের। ফলে, আসন্ন ক্রিকেট বিশ্বকাপের আগে এখনও কিন্তু নিজেদের সেরা একাদশ বেছে নিতে পারছে না পাকিস্তান।

আরও পড়ুনঃ এশিয়া কাপ ফাইনালে দুরন্ত বোলিংয়ের পুরস্কার, বিশ্বের এক নম্বর বোলার হলেন সিরাজ!

এশিয়া কাপে পাকিস্তান দুটি ম্যাচ জিতেছিল। প্রতিপক্ষ ছিল নেপাল আর বাংলাদেশ। যারা পাকিস্তানের তুলনায় ধারেভারে অনেকটাই হালকা দল। ভারত ও শ্রীলঙ্কা-দুই টিমের বিরুদ্ধে হারতে হয়েছে পাকিস্তানকে। ভারতের কাছে ২২৮ রানে হেরেছেন বাবর-রিজওয়ানরা। আর এশিয়া কাপের এই প্রদর্শন কিন্তু বিশ্বকাপের আগে যথেষ্ট যাপে রেখেছে প্রতিবেশি দেশকে।

এশিয়া কাপে জঘন্য পারফরম্যান্স, বিশ্বকাপের দল নিয়ে ঘোর সঙ্কটে পাকিস্তান

এশিয়া কাপ খেলতে গিয়ে চোট পেয়ে কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জোরে বোলার নাসিম শাহ। তার জায়গায় দলে আসতে পারেন হাসান আলি। তিনি আবার চোটের কারণে অনেক দিন দলের বাইরে। পাশাপাশি, আরেক জোরে বোলার হ্যারিস রাউফেরও চোত রয়েছে। তবে তেমন গুরুতর নয়। আশা করা যায় তিনি বিশ্বকাপ খেলবেন।

এমনকি বাবরের জায়গায় অধিনায়ক করা হোক সরফরাজ আহমেদকে। এরকমও গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু আশাই করা যায়, সেরকম কোনও পরিবর্তন চাইবে না পিসিবি। কিন্তু বিশ্বকাপে কাদের নিয়ে ভারতে আসবে পাকিস্তান তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।

এশিয়া কাপে জঘন্য পারফরম্যান্স, বিশ্বকাপের দল নিয়ে ঘোর সঙ্কটে পাকিস্তান

সূত্রের খবর, হাসান আলি ছাড়াও ইমাদ ওয়াসিম এবং স্পিনার আব্রার আহমেদকে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। বাদ যেতে পারেন, ওয়াসিম জুনিয়র, মহম্মদ হ্যারিস এবং উসামা মির।

এশিয়া কাপে জঘন্য পারফরম্যান্স, বিশ্বকাপের দল নিয়ে ঘোর সঙ্কটে পাকিস্তান

পাকিস্তানের দলে জায়গা পেতে পারেন, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, ফখর জামান, ইমাম-ইল-হক, হাসান আলি, শাদাব খান, হ্যারিস রাউফ, ইমাদ ওয়াসিম, আব্রার আহমেদ, আবদুল্লা শফিক, জামান খান, ইফতিকর আহমেদ, মহম্মদ নওয়াজ, সলমন আলি আঘা।

এশিয়া কাপে জঘন্য পারফরম্যান্স, বিশ্বকাপের দল নিয়ে ঘোর সঙ্কটে পাকিস্তান
এশিয়া কাপে জঘন্য পারফরম্যান্স, বিশ্বকাপের দল নিয়ে ঘোর সঙ্কটে পাকিস্তান