এশিয়া কাপ ফাইনালে দুরন্ত বোলিংয়ের পুরস্কার, বিশ্বের এক নম্বর বোলার হলেন সিরাজ!
Md Siraj became Worlds No. 1 bowler in ODI

নজরবন্দি ব্যুরোঃ এশিয়া কাপ ফাইনালে ৬ উইকেট নিয়ে কার্যত একার হাতেই শ্রীলঙ্কাকে কাবু করেছিলেন মহম্মদ সিরাজ। আর এই ঘটনার ঠিক তিন দিন পরেই ভারতীয় জোরে বোলারকে আরেকটা খুশির খবর দিল আইসিসি। আইসিসি-র নতুন এক দিনের ক্রমতালিকায় প্রথম স্থানে রয়েছেন সিরাজ। আগে তিনি ছিলেন নবম স্থানে। সেক্ষেত্রে বলা যেতে পারে, এক ধাক্কায় আট ধাপ এগিয়ে এলেন তিনি। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের আগে এই র‍্যাঙ্কিং যে সিরাজের আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেবে তা বলাই বাহুল্য!

আরও পড়ুনঃ সুপার সিক্সের প্রথম ম্যাচেই মহামেডানের মুখোমুখি ইস্টবেঙ্গল, মিনি ডার্বিতে লালহলুদের প্রথম একাদশে কারা?

এশিয়া কাপ ফাইনালে সিরাজের নামের পাশে লেখা ছিল, ৭-০১-২১-০৬! এই ফিগার যে কোনও বোলারের কাছেই ঈর্ষার। আর ফাইনালে ৬ উইকেট নেওয়ায় রেটিং পয়েন্ট বেড়েছে সিরাজের। এই মুহূর্তে সিরাজের পয়েন্ট ৬৯৪। তিনি রয়েছেন এক নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার জোরে বোলার জস হ্যাজেলউড। তাঁর পয়েন্ট ৬৭৮। অর্থাৎ সিরাজের সঙ্গে হ্যাজেলউডের পয়েন্টের ফারাক কিন্তু অনেকটাই।

এশিয়া কাপ ফাইনালে দুরন্ত বোলিংয়ের পুরস্কার, বিশ্বের এক নম্বর বোলার হলেন সিরাজ!
এশিয়া কাপ ফাইনালে দুরন্ত বোলিংয়ের পুরস্কার, বিশ্বের এক নম্বর বোলার হলেন সিরাজ!

অন্যদিকে, ৬৭৭ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের জোরে বোলার ট্রেন্ট বোল্ট। ৬৫৭ ও ৬৫৫ পয়েন্ট নিয়ে চার ও পাঁচ নম্বর স্থানে রয়েছেন যথাক্রমে আফগানিস্তানের দুই স্পিনার মুজিব-উর-রহমান ও রশিদ খান। প্রথম দশে আরেক ভারতীয় হলেন স্পিনার কুলদীপ যাদব। এশিয়া কাপের সিরিজ সেরা হলেও তিন ধাপ নেমে নবম স্থানে রয়েছেন বাঁ-হাতি এই চায়নাম্যান। কুলদীপের পয়েন্ট ৬৩৮।

এশিয়া কাপ ফাইনালে দুরন্ত বোলিংয়ের পুরস্কার, বিশ্বের এক নম্বর বোলার হলেন সিরাজ!

এশিয়া কাপ ফাইনালে দুরন্ত বোলিংয়ের পুরস্কার, বিশ্বের এক নম্বর বোলার হলেন সিরাজ!

ব্যাটারদের মধ্যে এক ধাপ উঠে আট নম্বরে রয়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ওপেনার শুভমন গিল। দশম স্থানে রয়েছেন রোহিত শর্মা। আর অলরাউন্ডারদের তালিকায় প্রথম দশে এক জন ভারতীয় রয়েছেন। তিনি হলেন হার্দিক পান্ডিয়া, আছেন ষষ্ঠ স্থানে!

এশিয়া কাপ ফাইনালে দুরন্ত বোলিংয়ের পুরস্কার, বিশ্বের এক নম্বর বোলার হলেন সিরাজ!