নজরবন্দি ব্যুরো: জল্পনা সত্যি! অবশেষে ১৭ বছরের সম্পর্ক ত্যাগ করলেন বিহারেরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মহারাষ্ট্রের পর এবার বিহারে মহানাটক। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বিজেপির হাত ছাড়লেন নীতীশ কুমার। এবার বিহারে বিজেপির বিরুদ্ধে একজোট হল নীতীশ কুমারের জেডিইউ এবং লালু প্রসাদ যাদবের আরজেডি। এদিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার।
আরও পড়ুন:বাড়ির বাইরে বেরনো বারণ, মানসিক অস্থিরতা ও অবসাদে ভুগছেন অনুব্রত
এদিন রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র দিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, ‘সমস্ত সাংসদ ও বিধায়করা ঐকমত্যে রয়েছেন যে আমাদের এনডিএ ত্যাগ করা উচিত।’তাত্পর্যপূর্ণ ভাবেই এদিন রাজভবনে একা গিয়েছিলেন নীতীশ কুমার।

তারপর বেরিয়ে এসে নীতীশ বলেন, ‘দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদ এবং বিধায়কদের সবার দাবি ছিল এনডিএ ছেড়ে দেওয়া উচিত। সেই দাবি আমি মেনে নিয়েছি। তাই ইস্তফা দিয়েছি।’। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিজেপির সঙ্গে কী সমস্যা হচ্ছিল? নীতীশ সে প্রশ্নের জবাবে বলেন, ‘অনেক ধরনের সমস্যা ছিল’। এ কথা বলেই গাড়িতে উঠে পড়েন নীতীশ।
উল্লেখ্য নতুন সরকারের ফর্মুলা অনুযায়ী উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হবেন আরজেডি থেকে। সেক্ষেত্রে এই দুটি পদেই বসতে পারেন তেজস্বী যাদব।
১৭ বছরের সম্পর্ক ত্যাগ! বিজেপির হাত ছাড়লেন নীতীশ কুমার

অন্যদিকে বিহারের সরকার থেকে বেশিদিন দূরে থাকতে হবে না নীতীশকে।সূত্রের দাবি,শীঘ্রই আরজেডি এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে ফের মসনদে বসবেন তিনিই। ইস্তফা দেওয়ার পরই সোজা তেজস্বী যাদব এবং রাবড়ি দেবীর বাসভবনে চলে গিয়েছেন তিনি। সেখানেই নতুন সরকার গঠন নিয়ে চূড়ান্ত আলোচনা হবে বলে।