Actors Death: বিনোদন জগতে এবার জোড়া মৃত্যুর খবর! প্রয়াত জনপ্রিয় এই দুই তারকা

বিনোদন জগতে এবার জোড়া মৃত্যুর খবর! প্রয়াত জনপ্রিয় এই দুই তারকা

নজরবন্দি ব্যুরো: বিনোদন জগতে ফের শোকের ছায়া! চলতি সপ্তাহের শুরুতেই অভিনেতা আদিত্য সিং রাজপুতের রহস্যমৃত্যুতে তোলপাড় হয় বলিপাড়া। তার রেশ কাটতে না কাটতেই দুই তারকার প্রয়াণের খবর শোকের ছায়া ইন্ডাস্ট্রিতে। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন অভিনেতা নীতেশ পাণ্ডে। অন্যদিকে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনপ্রিয় অভিনেত্রী বৈভব উপাধ্যায়। দুজনেই টেলিভিশনের পরিচিত মুখ।

আরও পড়ুন: জনপ্রিয় অভিনেতার রহস্যমৃত্যু! মাদকাসক্তির কারণেই এই পরিণতি?

চণ্ডীগড়ের কাছে একটি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘সারাভাই ভার্সেস সারাভাই’ খ্যাত অভিনেত্রী বৈভবী উপাধ্যায়। জানা গিয়েছে, পাহাড়ি রাস্তায় বাক নেওয়ার সময় খাদে পড়ে যায় গাড়িটি। সেইসময় গাড়িতে ছিলেন অভিনেত্রী এবং তাঁর হবু স্বামী। দুর্ঘটনায় কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যান বৈভবীর ভাই। বৈভবীর সহ-অভিনেতা ও সিরিয়ালের প্রযোজক জেডি মাজেঠিয়া টুইট করে দুঃসংবাদটি জানান। অভিনেত্রীর দেহ মুম্বই নিয়ে আসা হচ্ছে। সেখানেই সকাল ১১ টায় শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

বিনোদন জগতে এবার জোড়া মৃত্যুর খবর! শোকের ছায়া টেলি জগতে

হিন্দি টেলিভিশনের আরও এক পরিচিত মুখ নীতেশ পাণ্ডের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পরিবার সূত্রে খবর, নাসিকের লাগাতপুরী অঞ্চলে শুটিং করছিলেন অভিনেতা। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সম্প্রতি ‘অনুপমা’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। ২৫ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’ সিনেমাতেও কাজ করেছনে তিনি।

বিনোদন জগতে এবার জোড়া মৃত্যুর খবর! শোকের ছায়া টেলি জগতে
বিনোদন জগতে এবার জোড়া মৃত্যুর খবর! শোকের ছায়া টেলি জগতে

গত সোমবার অভিনেতা আদিত্য সিং রাজপুতের মৃত্যু খবর সামনে আসে। মুম্বইয়ের আন্ধেরির একটি অ্যাপার্টমেন্টে থাকতেন আদিত্য। সূত্রে খবর, বাড়ির বাথরুম থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ৩২ বছরের আদিত্য সিং রাজপুতকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ড্রাগসের ওভারডোজের কারণেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। যদিও তাঁর বন্ধু এবং সহকর্মীরা এই দাবি মানতে নারাজ। মডেল হিসেবেই নিজের কর্মজীবন শুরু করেছিলেন আদিত্য। জনপ্রিয় রিয়্যালিটি শো স্প্লিটসভিলাতে অংশ নিয়েছিলেন তিনি। ছোট পর্দায় বেশ কয়েকটি কাজ করেছেন আদিত্য। ক্রান্তিভির, মেইনে গান্ধী কো নেহি মারা সহ একাধিক সিনেমাতেও কাজ করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টেলি জগতে।

বিনোদন জগতে এবার জোড়া মৃত্যুর খবর! শোকের ছায়া টেলি জগতে

বিনোদন জগতে এবার জোড়া মৃত্যুর খবর! শোকের ছায়া টেলি জগতে
বিনোদন জগতে এবার জোড়া মৃত্যুর খবর! শোকের ছায়া টেলি জগতে