নজরবন্দি ব্যুরো: সোমবার নিজের বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আদিত্য সিং রাজপুতের দেহ। এই খবরে ইন্ড্রাস্টিতে শোরগোল শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, ড্রাগসের ওভারডোজের কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। তবে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আরও পড়ুন: আজ রাজ্য জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস, সন্ধ্যেয় প্রলয় ঘটাবে কালবৈশাখী।
মুম্বইয়ের আন্ধেরির একটি অ্যাপার্টমেন্টে থাকতেন আদিত্য। সূত্রে খবর, সোমবার বাড়ির বাথরুমে তাঁকে পড়ে থাকতে দেখেন অভিনেতার হাউজ হেল্পার। তিনি বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীকে খবর দেন। এরপর তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ৩২ বছরের আদিত্য সিং রাজপুতকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন আদিত্য। গতকাল নিজের বাড়িতেই ছিলেন। তাঁর পরিচারক অনেক ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে অভিনেতার ঘরের বাথরুমে তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পায়। পুলিশ সূত্রে খবর, অভিনেতার ঘর থেকে এখনও পর্যন্ত কোনো সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। মুম্বইয়ের বাড়িতে এক বন্ধুর সঙ্গে থাকতেন তিনি।

মডেল হিসেবেই নিজের কর্মজীবন শুরু করেছিলেন আদিত্য। জনপ্রিয় রিয়্যালিটি শো স্প্লিটসভিলাতে অংশ নিয়েছিলেন তিনি। ছোট পর্দায় বেশ কয়েকটি কাজ করেছেন আদিত্য। ক্রান্তিভির, মেইনে গান্ধী কো নেহি মারা সহ একাধিক সিনেমাতেও কাজ করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া টেলি জগতে।
জনপ্রিয় অভিনেতার রহস্যমৃত্যু! বাথরুম থেকে উদ্ধার দেহ
