
নজরবন্দি ব্যুরোঃ মোচার প্রভাব কেটে গিয়েছে। ফের তীব্র গরমে হাঁসফাঁশ করছে (Weather Update) কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।মাঝে মধ্যে আকাশ মেঘে ঢাকলেও বৃষ্টি হয়নি, বেড়েই চলেছে গরম। তবে আজ মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার ও বুধবার ঝড় বৃষ্টি হবে বাংলায়। সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ ছয় মাসের বাচ্চাদের কী কী খাবার খাওয়াবেন? মায়েদের জন্য প্রয়োজনীয় তথ্য
দক্ষিণবঙ্গের পাশাপশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি রয়েছে। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। তাই সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মঙ্গলবার ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া হইবে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হলেও তার তীব্রতা কম থাকবে। শুক্রবার ও শনিবার আবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।
বুধবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। তাই বর্ষাও কিছুটা এগিয়ে আসবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে। অন্যদিকে দু’টি ঘূর্ণাবর্তও রয়েছে। একটি ঝাড়খন্ডে, অন্যটি রয়েছে তামিলনাড়ুতে। বিদর্ভ থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।
আজ রাজ্য জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস, সন্ধ্যেয় প্রলয় ঘটাবে কালবৈশাখী।
আগামী ২৪ ঘণ্টায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ এলাকায় বর্ষা ঢুকে যাচ্ছে। আজ নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, তটবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানম, তেলেঙ্গানা, রায়লসীমা, কর্নাটক, কেরল, এবং মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের আলাদা আলাদা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷
এদিকে কলকাতায় অংশত মেঘলা আকাশ থাকবে। অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৭৯ শতাংশ৷ তাই অস্বস্তির পরিস্থিতি মারাত্মক হতে পারে। কলকাতায় আজকের ফিল লাইক তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে।