নজরবন্দি ব্যুরোঃ টিম ইন্ডিয়া হায়দরাবাদে ঠিক যেখানে শেষ করেছিল, ঠিক সেখান থেকেই শনিবার শুরু করল রায়পুরে। গত বুধবার উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড । ভারত ১২ রানে জিতেই সিরিজে ১-০ এগিয়ে রয়েছে।
আরও পড়ুনঃ আচমকা পারদ পতনের কারণ কি? সরস্বতী পুজোর আগে কোন বিপদের আশঙ্কা?
শনিবার অর্থাৎ আজ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এই ম্যাচ জিতলেই ভারত-ব্যাক-টু-ব্যাক সিরিজ জিতবে। আর টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল রোহিত। আর প্রথম ওভার থেকেই ভারতের আগুনে পেস বলিং এর সামনে দাঁড়াতে পারল না নিউজিল্যান্ডের কোন ব্যাটার। শুধু তাই নয় নির্ধারিত ৫০ ওভার অবধি খেলতে পারেনি নিউজিল্যান্ড।
৩৪.৩ ওভারে অল আউট নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি রান করেছেন গ্লেন ফিলিপ্স(৩৬)। ভারতের হয়ে সবচেয়ে বেশ উইকেট নিয়েছেন মহম্মদ সামি(৩)। জয়ের জন্য ভারতের প্রয়োজন মাত্র ১০৯ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০টি উইকেট নিয়ে শামির প্রয়োজন ছিল ৪টি উইকেট। দ্বিতীয় ম্যাচেই সেই মাইলফলক ছুঁয়ে ফেলতে পারতেন বাংলার পেসার। কিন্তু ৩৯৯ উইকেটেই থেমে রইলেন তিনি।

হার্দিক পাণ্ড্য এবং ওয়াশিংটন সুন্দর দু’টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর এবং কুলদীপ যাদব। এদিন ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের প্রথম পাঁচ উইকেট চলে যায় মাত্র ১৫ রানে। তখন মাত্র ১১ ওভারের খেলা চলছিল। ছয় থেকে আটে নেমে গ্লেন ফিলিপস (৫২ বলে ৩৬), গত ম্যাচের নায়ক মাইকেল ব্রেসওয়েল (৩০ বলে ২২) ও মিচেল স্যান্টনার (৩৯ বলে ২৭)রা সাধ্য মতো চেষ্টা করেছিলেন দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার।
সামিদের আগুনে বোলিংএ ১০৮ রানেই শেষ নিউজিল্যান্ড, সিরিজ জয় কী শুধু সময়ের অপেক্ষা?
কিন্তু হাফ ডজন উইকেট হারিয়ে ফেলা দলকে আর তাঁরা খুব বেশি জ্বালানি দিতে পারলেন না। ৩৪.৩ ওভারেই কিউয়িদের লেজ মুড়িয়ে গেল মাত্র ১০৮ রানে। ফল কোনরকম অঘটন না ঘটলে আজই সিরিজ জিতে নেবে রোহিতের ভারত।