Weather Updates: আচমকা পারদ পতনের কারণ কি? সরস্বতী পুজোর আগে কোন বিপদের আশঙ্কা?

আচমকা পারদ পতনের কারণ কি? সরস্বতী পুজোর আগে কোন বিপদের আশঙ্কা?
West Bengal Aging Winter Weather Updates Today Live Report 21st January 2023

নজরবন্দি ব্যুরোঃ আচমকা পারদ পতনের কারণ কি? কলকাতা ও আশপাশের এলাকায় ভোরের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়তেই পরিষ্কার হয়ে গিয়েছে আকাশ। দিনের ন্যূনতম তাপমাত্রা সামান্যই বেড়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, চলতি মরশুমে আর নতুন করে ঠান্ডা ফেরার কোনও সম্ভাবনা নেই। তবে সেই পূর্বাভাস যেন খানিকটা মিথ্যে করেই আচমকাই পারা পতন হল শহরে।

আরও পড়ুনঃ আজ সিরিজ জিততে কার উপর ভরসা রোহিতের, শার্দূল নাকি উমরান?

শুক্রবার এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে এসেছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শনিবারও তার খুব বেশি হেরফের ঘটল না। এদিকে, জেলায় জেলায় চলছে হিমেল হাওয়ার দাপট। তবে কি বিদায় বেলায় ফের একবার নিজের অস্তিত্ব জানান দিচ্ছে শীত? এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস ২২ জানুয়ারি থেকে রাজ্য জুড়েই রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আচমকা পারদ পতনের কারণ কি? সরস্বতী পুজোর আগে কোন বিপদের আশঙ্কা?
আচমকা পারদ পতনের কারণ কি? সরস্বতী পুজোর আগে কোন বিপদের আশঙ্কা?

পশ্চিমী ঝঞ্ঝায় শীতল হওয়ায় ব্যাঘাতের ফলেই এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে, শুক্রবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কমে দাঁড়ায় ২৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৩৯ থেকে ৯৪ শতাংশের মধ্যে।

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী এবং ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন উষ্ণই থাকবে রাজ্যের আবহাওয়া। তবে বর্তমানে পারা পতন যেন অন্য ইঙ্গিত দিচ্ছে। শীত উধাও হওয়ার বদলে ফের একবার কনকনে ঠান্ডার আমেজ রাজ্যজুড়ে। আগামী রবিবার থেকে ধাপে ধাপে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে কলকাতার পারদ পৌঁছবে ২০ ডিগ্রি সেলসিয়াসে। এমনটাও জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় শীতের আমেজ কিছুটা বজায় থাকলেও রবিবার থেকে পারদ চড়বে। পরবর্তী তিন চার দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা। প্রধানত শুষ্ক ও পরিষ্কার আকাশ। উপকূলের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। উত্তরবঙ্গে আরও তিন দিন শীতের আমেজ থাকবে। ২২ তারিখের পর আবহাওয়ার পরিবর্তন হবে। ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে পরবর্তী দু-তিন দিনে।

রাজধানী দিল্লিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দু-এক জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনা পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু অংশে। এই এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। মধ্যপ্রদেশ ছত্তীসগড়-সহ মধ্য ভারতের রাজ্যগুলিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।

আচমকা পারদ পতনের কারণ কি? সরস্বতী পুজোর আগে কোন বিপদের আশঙ্কা?

আচমকা পারদ পতনের কারণ কি? সরস্বতী পুজোর আগে কোন বিপদের আশঙ্কা?
আচমকা পারদ পতনের কারণ কি? সরস্বতী পুজোর আগে কোন বিপদের আশঙ্কা?

তবে কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই তবে তাপমাত্রা বাড়বে। আগামিকাল থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে কলকাতায়। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ কমবে, দিনের বেলায় শীত উধাও হবে। এদিকে মঙ্গল ও বুধবার ব্যাপক তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, কাশ্মীর ভ্যালি মুজাফফরাবাদ, এবং হিমাচলপ্রদেশে। শিলা বৃষ্টিতে বিপর্যস্ত হবে উত্তর-পশ্চিম ভারত। মঙ্গলবার প্রচুর শিলাবৃষ্টি হবে উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড়ে।