নজরবন্দি ব্যুরো: কয়লা পাচার মামালায় রক্ষাকবচ পেলেন না বাংলার আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)। ইডির তলব এড়াতেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এ বিষয়ে তাঁকে রক্ষাকবচ দেওয়া যাবে না। এরফলে বাড়ছে গ্রেফতারির আশঙ্কা! হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল মলয় ঘটকের।
আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের আতঙ্ক কেটেছে, শীতের আমেজ রেখেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস!
কয়লা পাচার মামলায় দুটি আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন মলয় ঘটক। প্রথমত, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ বা ইসিআইআর খারিজ করা হোক। দ্বিতীয়ত, দিল্লিতে নয়, ইডি যেন তাঁকে কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। শনিবার শুনানিতে বিচারপতি স্বর্ণকান্ত শর্মা বলেন, ‘ইডির ১২ বার তলবে মন্ত্রীর হাজিরার সংখ্যা ১। তাঁকে রক্ষাকবচ দেওয়া যাবে না।’ তবে দ্বিতীয় আবেদনটি মেনে নিয়েছেন বিচারপতি। দিল্লির হাইকোর্টের নির্দেশ, মলয় ঘটককে কলকাতায় তলব করতে হবে। পাশাপাশি তলব করার ২৪ ঘণ্টা আগে আইন মন্ত্রীকে নোটিস দিতে হবে। সেই নোটিসের কপি কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্য সচিবকে পাঠাতে হবে।
অন্যদিকে, তদন্তকারী অফিসারদের কাজে যাতে বাধা না পড়ে সেই বিষয়টি দেখতে হবে রাজ্যকে। মন্ত্রীর হাজিরার দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখতে হবে বলে জানিয়েছে আদালত। মলয় ঘটকের তদন্তকারীদের নিরাপত্তার দিকটিও সুনিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। রাজ্যের আইনমন্ত্রী হিসাবে মলয় ঘটককে দায়িত্ব নিতে হবে যেন তাঁর তদন্তকারী অফিসারদের কোনওরকম ক্ষতি না হয়।
উল্লেখ্য, ২০২১ সালে কয়লা পাচার মামলায় নাম জড়ায় মলয় ঘটকের। তারপর থেকে এখনও পর্যন্ত মোট ১২ বার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মন্ত্রীকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হত। মাত্র একবার হাজিরা দিয়েছিলেন তিনি। বাকি তলবে ব্যস্ততার কারণ দেখিয়ে এগারো বার হাজিরা এরিয়েছেন মন্ত্রী। এরপরই দুটি আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন মলয় ঘটক।
কয়লা পাচার মামলায় রক্ষাকবচ পেলেন না মলয় ঘটক, বাড়ছে গ্রেফতারির আশঙ্কা!
