নজরবন্দি ব্যুরো: বাংলার আকাশে মেঘলা ভাব কেটেছে। আজ সকাল থেকে রোদের দেখা মিলেছে। ঘূর্ণিঝড় মিধিলি আছড়ে পড়েছে বাংলাদেশে। যার ফলে ভারী বৃষ্টির সতর্কতা তুলে নিয়েছে আবহাওয়া দফতর। তবে কোনও কোনও জেলায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি শীতের আমেজ বজায় থাকবে। ঝোড়ো হাওয়ার কারণে তাপমাত্রা কমবে। জেনে নিন আজকের আবহাওয়া কেমন থাকবে।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৮ নভেম্বর, একনজরে আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলী
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশ লাগোয়া পূর্ব দিকে অবস্থিত জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বৃষ্টি, আর্দ্রতার কারণে দক্ষিণবঙ্গে এখনই জাঁকিয়ে শীত পড়বে না। সামান্য গরম ভাব ও অস্বস্তি থাকতে পারে। তবে শীতের শিরশিরানি ভাব থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকবে। পার্বত্য এলাকায় রোদের দেখা মিলবে। শুক্রবারই মেঘ কাটিয়ে পর্যটকদের নজর কেড়েছে কাঞ্চনজঙ্ঘা। আগামী কয়েকদিন উত্তরের কোনও জেলাতেই তাপমাত্রায় সেরকম কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।
কলকাতায় কিছু কিছু জায়গায় হালকা ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হতে পারে। আগামী সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২১-২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
ঘূর্ণিঝড়ের আতঙ্ক কেটেছে, শীতের আমেজ রেখেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস!
