মুক্তি পেল মিমির নতুন গানের ভিডিও, নেট দুনিয়া খুশীর ঝর্ণা
mimi chakrabortys new music video has been released

নজরবন্দি ব্যুরো: পুজোর আগেই মুক্তি পেল মিমি চক্রবর্তী নতুন গানের মিউজিক ভিডিয়ো ‘আমাদের পুজোর গান’। শনিবার মুক্তি পেল নতুন মিউজিক ভিডিয়ো। এই গানে মিমিকে দেখা গেছে একেবারে ঘরোয়া মেজাজে ৷ কখনও যেমন হলুদ সালোয়ারে দর্শকদের মন কেড়েছেন কখনও আবার তেমনই দর্শকদের মন মাতিয়েছেন শাড়িতে।

আরও পড়ুন: চতুর্থী থেকে টালা ব্রিজে গড়াবে বাসের চাকা, জানালো কলকাতা পুরসভা

গানটি মুক্তি পেয়েছে মিমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ৷ আজ তাঁর এই নতুন মিউজিক ভিডিয়োটি শেয়ার করে মিমি লেখেন, “আমাদের পুজোর গান এখন থেকে তোমাদের …” ৷ একইসঙ্গে সকলকে শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী ৷ এর আগেই তাঁর গানের ছোট ছোট ক্লিপিংস শেয়ার করেছিলেন অভিনেত্রী৷ যা রীতিমতো আগ্রহ বাড়িয়েছিল দর্শকদের ৷

মুক্তি পেল মিমির নতুন গানের ভিডিও, নেট দুনিয়া খুশীর ঝর্ণা
মুক্তি পেল মিমির নতুন গানের ভিডিও, নেট দুনিয়া খুশীর ঝর্ণা

গানে কণ্ঠ দিয়েছেন মিমি নিজে। গানের ভিডিয়োর দৃশ্যায়ানেও মিমিকে দেখা গিয়েছে। বনেদি বাড়ির দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি এই ভিডিয়োতে বিভিন্ন সাজে দেখা গিয়েছে মিমিকে। যেখানে পুজোর আয়োজন থেকে পুজো করা, ঢাক বাজানো, কোনও জায়গাতেই পুরুষের দেখা মেলেনি। শুধুমাত্র ‘ঝাড়ি মারা’র দৃশ্যায়নে এক পুরুষকে গিটার বাজাতে দেখা গিয়েছে। তা ছাড়া সম্পূর্ণ গানের ভিডিও জুড়ে রয়েছেন মহিলারা।

মুক্তি পেল মিমির নতুন গানের ভিডিও, নেট দুনিয়া খুশীর ঝর্ণা

Mimi Chakraborty: মুক্তি পেল মিমির নতুন গানের ভিডিও, নেট দুনিয়া খুশীর ঝর্ণা

বলাই বাহুল্য গানের মধ্যে দিয়েই কার্যত নারী শক্তিকেই তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেত্রী। মিউজিক ভিডিওয় মিমি গলা দিলেও ‘আমার পুজোর গান’-এর কথা ও সুর লিংকনের। মিউজিক ভিডিওয়োর সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক তুহিন। সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন সায়ক চক্রবর্তী। কস্টিউম ডিজাইন করেছেন স্যান্ডি এবং অভিষেক রায়ের টিম।